1. admin@dailysarabangla24.com : admin :
  2. emon@frilix.com : dev :
  3. server@frilix.com : Frilix Group : Frilix Group
শিরোনাম :
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাজশাহীতে কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি দাম চড়া হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী পাবনার সুজানগরে আনারস প্রার্থীর ভোট না করায় মোটরসাইকেল সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাট পাবনা গণপূর্ত অধিদপ্তর কয়েককোটি টাকার বিনিময়ে ২য় দরদাতা বালিশকান্ডের হোতাকে কাজ দেওয়ার অভিযোগ র‌্যাব কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার গাজীপুরে তিন উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনায় অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখার ভোল্ট থেকে ১০কোটি টাকা লোপাট আটক ৩ জড়িত উর্দ্ধতন কর্তৃপক্ষ পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

শেখ হাসিনার পতন শুধু বিএনপি নয় জনগণের দাবিতে পরিনত রংপুরে:ডা.জাহিদ

  • Update Time : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
Reading Time: 2 minutes

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আমাদের সাথে আজ সারাদেশে ৩৪টি দল এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে। এ আন্দোলনে জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। জনগণ তাদের অধিকার ফেরত চায়। বিএনপি একের পর এক তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলেছেন। কিন্তু আওয়ামী লীগের পেটোয়া বাহিনী, সন্ত্রাসী, পুলিশ কিছু কিছু জায়গায় গÐগোল করেছে। আজ বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। সকলের একটি দাবি, শেখ হাসিনার পতন। শেখ হাসিনার পতন শুধু বিএনপি নয় জনগণের দাবিতে পরিনত হয়েছে।
মঙ্গলবার বিকেলে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পদযাত্রা শেষে রংপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সভাপতি সামসুজ্জামান সামু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সদস্য সচিব অ্যাড. মাহফুজ উন নবী ডন, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, পরিতোষ চক্রবর্তী,জেলা বিএনপি আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, জেলা ছাত্রদল আহবায়ক শরীফ নেওয়াজ জোহা, জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দরের সদস্য সচিব নুর হাসান সুমন, কৃষক দল মহানগর কমিটির আহবায়ক শাহ নেওয়াজ লাবু,মহিলা দল সভাপতি এ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা সালেক, জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গা, ওয়াহেদুজ্জামান মাবু, কাজী খয়রাত, ফজলার রহমান বাদল, মিজানুর রহমান রন্টু প্রমুখ। এসময় মহানগর ও জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এরআগে বিকেলে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে শাপলা চত্বর বটতলা থেকে পদযাত্রা বের করে দলটির নেতাকর্মীরা। পদযাত্রাটি নগরীর শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, ঢাকা উপ-নির্বাচনে সরকার স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করার জন কি ধরণের শক্তি প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলাবাহিনী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে স্বতন্ত্র প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ ওই প্রার্থীকে ধরে এনে রাস্তায় ছেড়ে দিয়েছে আওয়ামী লীগের গুÐা বাহিনীর হাতে। তাই বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category