1. admin@dailysarabangla24.com : admin :
  2. emon@frilix.com : dev :
  3. server@frilix.com : Frilix Group : Frilix Group
শিরোনাম :
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাজশাহীতে কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি দাম চড়া হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী পাবনার সুজানগরে আনারস প্রার্থীর ভোট না করায় মোটরসাইকেল সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাট পাবনা গণপূর্ত অধিদপ্তর কয়েককোটি টাকার বিনিময়ে ২য় দরদাতা বালিশকান্ডের হোতাকে কাজ দেওয়ার অভিযোগ র‌্যাব কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার গাজীপুরে তিন উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনায় অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখার ভোল্ট থেকে ১০কোটি টাকা লোপাট আটক ৩ জড়িত উর্দ্ধতন কর্তৃপক্ষ পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

রামেকে সাংবাদিকের সাথে মারমুখি আচারণ করলো আনসার সদস্যরা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগী ও রোগীর স্বজনদের সাথে আনসার সদস্যদের চোখ রাঙ্গানী, দুর্ব্যবহার, চিৎকার চেচামেশি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রামেক হাসপাতাল অভ্যান্তরে তারা নিজেদেরকে ক্ষমতাধর ভাবে। আর তাই তারা কাহারো সাথে খারাপ ব্যবহার করার পরে কেউ পাল্টা প্রতিবাদ করলেই মুঠো ফোনে অনত্রে ডিউটিতে থাকা আনসার সদস্যদের ডেকে একত্রিত হয়ে রিতিমত সন্ত্রাসী ভ‚মিকায় অবর্তীর্ণ হয়। নিজের দোষ চাপা দিতে মিথ্যা কথা তৈরী করে রোগী ও রোগীর স্বজনদের অপরাধী সাজিয়ে বø্যাক মেইল করে থাকে। তাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। যে কোন শ্রেণী পেশার মানুষের সাথে খারাপ ব্যবহার তাদের নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনই একটি ঘটনার উদাহরণ রামেকের আনসার সদস্য সুজন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুর সাড়ে ৩টায় মোঃ ইব্রাহীম হোসেন নামের এক সাংবাদিকের সাথে খারাপ আচারণ করে এবং অন্যান্য আনসার সদস্যদের ডেকে একত্রিত হয়ে মারমুখি আচারণ করে আনসার সদস্য সুজন। মোঃ ইব্রাহিম হোসেন, তিনি দৈনিক সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দীর্ঘ কয়েক বছর যাবত কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ), দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি জানান, তার শ্বাশুড়ী গত ৯দিন যাবত রামেকের (৮ নং) ওয়ার্ডে বারান্দার ৪নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে ছুটি দিয়েছেন। ছুটির পর জরুরী বিভাগে ট্রলি কাউন্টারে আনতে যান সাংবাদিক ইব্রাহীম হোসেন। আনসার সদস্য সুজনকে বলেন, ভাই আমার একটা ট্রলি লাগবে। তিনি বলেন যে কোন একটা ট্রলি বেছে নেন। একটি ট্রলি নেওয়ার পর ১০০টাকা চায় আনসার সদস্য সুজন। যাহা ফেরত যোগ্য। ভাংতি টাকা না থাকায় তাকে ৫০০ টাকার একটি নোট দেন সাংবাদিক ইব্রাহীম। এ সময় আনসার সদস্য সুজন বলেন আপনি ভাংতি টাকা দেন। ভাংতি টাকা নাই বল্লে, তিনি ৫০০টাকার নোটটি রেখে ৪০০ টাকা ফেরত দেন। বলেন, ট্রলি জমা দেয়ার সময় আপনাকে ১০০ ফেরত দিতে পারবো না। ইচ্ছা হলে ট্রলি নেন নইলে যান। ওই সময় ইব্রাহীম হোসেন নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বলেন আমি পরিচালক স্যারকে আপনার বিরুদ্ধে অভিযোগ করবো। এতে ক্ষিপ্ত হয়ে আনসার সুজন বলে যা পারবেন করে নিয়েন। এরপর ট্রলি নিয়ে ইব্রাহীম (৮নং) ওয়ার্ডে তার শ্বাশুড়ীকে আনতে যায়। ফিরে এসে ট্রলি জমা দিলে সে ১০০ টাকা জন্য জবর দোস্তি করে এবং খারাপ ব্যবহার করা-সহ মারমুখি আচারণ করে সুজন। এরপর সাংবাদিক আনসার ইনচার্জের নিকট গিয়ে অভিযোগ করেন। আনসার ইনচার্জ ঘটনাস্থলে এসে সমাধান না করে উল্টা নিজেও সুজনের পক্ষ নিয়ে বলেন, আপনি সাংবাদিক হয়েছেন তো কি হয়েছে। আপনি প্রেসিডেন্ট নাকি ? ইনচার্জের উগ্রতা দেখে সেখানে ৭/৮জন আনসার সদস্যরা সাংবাদিক ইব্রাহিমকে ঘিরে মারমুখি আচারণ করে এবং পরিচালকের মোবাইল নম্বর দিয়ে বলে ফোন দিয়ে যা ইচ্ছা বলেন। সার্বিক পরিস্থিতি দেখে রামেক পুলিশ বক্সের এএসআই আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সাংবাদিক ইব্রাহীম হোসেনকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। এরপর রামেকের পরিচালক স্যারকে ফোন দিয়ে ঘটনা কথা বলেন ইব্রাহিম। রামেক পরিচালক ওয়ার্ড মাস্টারের কাছে যেতে পরামর্শ দেন। ওয়ার্ড মাস্টার মোঃ রাসেলের কাছে গেলে তিনি উভয়পক্ষের কথা শুনে আনসার সদস্যকে ভ‚ল স্বিকার করা পরামর্শ দেন। কিন্তু আনসার সদস্য সুজন দাম্ভিকতা দেখিয়ে বলেন, চাকরি গেলেও আমি ভ‚ল স্বিকার করতে পারবো না। আমি এক বাপের এক ব্যাটা। এরপর ওয়ার্ড মাস্টার রাসেল বলেন, আমি ব্যর্থ হইলাম। আপনি আপনার মত ভাবেন।
সাংবাদিক মোঃ ইব্রাহিম হোসেন আরও বলেন, পুলিশ বক্সের এএসআই আমিরুল ইসলাম ঘটনাস্থলে না আসলে আনসার সদস্যরা আমাকে লাঞ্ছিত করতো এত কোন সন্দেহ নাই। আগামী শনিবার রামেক হাসপাতাল পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিবেন বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category