বৃহস্পতিবার, ১৩ Jun ২০২৪, ০২:৩১ অপরাহ্ন

News Headline :
শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন রাজশাহীতে কোরবানিযোগ্য পশু সাড়ে ৪ লাখের বেশি দাম চড়া হবে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে দুই ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারী পাবনার সুজানগরে আনারস প্রার্থীর ভোট না করায় মোটরসাইকেল সমর্থকদের বাড়িতে হামলা ও ভাংচুর লুটপাট পাবনা গণপূর্ত অধিদপ্তর কয়েককোটি টাকার বিনিময়ে ২য় দরদাতা বালিশকান্ডের হোতাকে কাজ দেওয়ার অভিযোগ র‌্যাব কুষ্টিয়া ক্যাম্প এর অভিযানে ১টি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার গাজীপুরে তিন উপজেলায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন পবায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনায় অগ্রনী ব্যাংক কাশিনাথপুর শাখার ভোল্ট থেকে ১০কোটি টাকা লোপাট আটক ৩ জড়িত উর্দ্ধতন কর্তৃপক্ষ পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড

রংপুর বিএসটিআই’র ২৫টি ভাটার বিরুদ্ধে মামলা দায়ের

Reading Time: 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি, বিএসটিআই, রংপুর :
বিজ্ঞ চীফ জুডিসিয়াল আদালত, ঠাকুরগাঁও এ ৫টি উপজেলার ২৫ টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিএসটিআই’র নিয়মিত মামলা দায়ের। ০৫.০৩.২০২৪ ইং তারিখে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সংশ্লিষ্ট কর্মকর্তা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও এর আদালতে ঠাকুরগাঁও জেলার ২৫টি অবৈধ ক্লে ব্রিকস্ (ইট) প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেন। প্রতিষ্ঠানগুলি হচ্ছে-১.এস বি এস ব্রিকস্ ফিল্ড ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও,২.এস বি ব্রিকস্ ফিল্ড ভেমটিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৩.ডি আর ব্রিকস্ গুয়াগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৪.এম এ আর ব্রিকসনোহালী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৫.এস বি এস ব্রিকস্ ফিল্ড-১ গোদাগাড়ী,সিন্দুরনা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৬.এম এন এস ব্রিকস্ দস্তমপুর,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৭.জে আর ব্রিকস্ ফিল্ড সিন্দুরনা,৯নং সেনগাঁও, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৮.এস বি ব্রিকস্ ফিল্ড নানুহার, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯.বি এস বি ব্রিকস্ ৗলতপুর,গোয়ালপাড়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১০. আর বি ব্রিকস্ রাজোর কাতিহার হাট, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১১. লিপা ব্রিকস্ -১ আরাজি গোপিনাথপুর,বাংলাগড়, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১২.এস এ বি ব্রিকস্ সখের টাউন বাজার, রানীশংকৈল,ঠাকুরগাঁও, ১৩. এম এ বি ব্রিকস্ সখের টাউন বাজার, প্রয়াগপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৪.সোনালী ব্রিকস্ ঘনশ্যামপুর, পূর্বকালুগাঁও, মীমডাঙ্গী, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৫. এস এস ই ব্রিকস্ দুর্লভপুর, নেকমরদ, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৬. আয়মান ব্রিকস্ বিরাশি, মমরেজপুর, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৭. মাহি ব্রিকস্, আমজুয়ান, রানীশংকৈল, ঠাকুরগাঁও, ১৮. এম এইচ ব্রিকস্ সন্ধ্যারই, রানীশংকৈল,ঠাকুরগাঁও, ১৯. জোহানা ব্রিকস্ (জোহানা), নেংটিহারা, ঝোলঝোলি, ভানোর, বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও, ২০.জনতা ব্রিকস্ ফিল্ড মহিষমারী, বালিয়াডাঙ্গী,ঠাকুরগাঁও, ২১.সোনালী ব্রিকস ফিল্ড ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও, ২২. শুভ ব্রিকস ফিল্ড ভেটনা, হরিপুর, ঠাকুরগাঁও, ২৩.এস এম ব্রিকস্ ভেলাজান, সদর, ঠাকুরগাঁও, ২৪. একতা ব্রিকস্ ফিল্ড-২ (একতা), আরাজী, মোলানী, ভেলাজান, সদর, ঠাকুরগাঁও
২৫.কে এস ব্রিকস্ আরাজী, মোলানী,ভেলাজান, সদর, ঠাকুরগাঁও। উক্ত প্রতিষ্ঠানসমূহে অভিযান পরিচালনা করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর সহকারী পরিচালক (সিএম) প্রকৌঃ মোঃ জাহিদুর রহমান। অভিযানে সহায়তা প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ জুনায়েদ আহমেদ ও প্রকৌঃ মোঃ তাওহিদ আল-আমিন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান চলমান থাকবে।
আপনার বিশ্বস্ত

স্বাক্ষরিত-(মফিজ উদ্দিন আহমাদ),উপপরিচালক (মেট্রোলজি) ও বিভাগীয় অফিস প্রধান, রংপুর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 DailySaraBangla24
Design & Developed BY Hostitbd.Com