বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মো.ইমরান হোসেন, গাজীপুর :
গাজীপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের তিনটি উপজেলায় ৮ মে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। বুধবার রাতে সংশ্লিষ্ট উপজেলায় সহকারী রিটার্ণিং কর্মকর্তাগণ ফলাফল ঘোষণা করেছেন। প্রতিদ্বন্দীতাপূর্ণ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি উপজেলায় বিজয়ী চেয়ারম্যানরা হলেন, গাজীপুর সদর উপজেলাঃ গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপাসিয়া উপজেলাঃ কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আমানত হোসেন খাঁন । কালিগঞ্জ উপজেলাঃ কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. আমজাদ হোসেন স্বপন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচনে প্রাপ্ত ফলাফলে জানাযায়, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মো. ইজাদুর রহমান চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ১৮ হাজার ৯৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী আওয়ামীলীগ নেত্রী ও বর্তমান চেয়ারম্যান এ্যাডভোকেট রিনা পারভীন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ২৪৮ ভোট। কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে এ্যাডভোকেট আমানত হোসেন খাঁন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৯২৯ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্দী আওয়ামীলীগ নেতা মাহবুব উদ্দিন আহমেদ সেলিম আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ২২৬ ভোট। কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মো. আমজাদ হোসেন স্বপন মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৩ হাজার ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আশরাফী মেহেদী হাসান দোয়াত কলম নিয়ে পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিতরা হলেন, গাজীপুর সদরঃ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মো. বেলায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হাছিনা সরকার। কাপাসিয়া উপজেলাঃ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত শামীমা নাছরিন শিখা। কালিগঞ্জ উপজেলা: ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মো. মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত জুয়েনা আহমেদ।