শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী-৫ আসনের সাবেক এমপি ডা. মনসুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামপুরে উৎসব মূখর পরিবেশে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজশাহীর পদ্মায় ধরা পড়লো ১১ কেজির বাঘাইড় রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন

পাবনা ঈশ্বরীতে ডাক্তারের গাফিলতিতে নবজাতকের মৃত্যুর অভিযোগ ।

Reading Time: 2 minutes

নিজস্ব প্রতিবেদক:

পাবনা ঈশ্বরদীতে একটি বেসরকারি হাসপাতালের মালিক, নার্স ও হাসপাতাল ব্যবস্থাপকের হঠকারি সিদ্ধান্ত আর গাফিলতির কারণে এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনা ধামাচাপা দিতে নিহতের পরিবারের সঙ্গে এক লাখ টাকায় রফাদফা করা হয়েছে।
গতকাল শনিবার সকালে পৌর এলাকার হান্নানের মোড় সেবা ডায়াগনস্টিক সেন্টার নামের বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
হাসপাতাল মালিক উজ্জ্বল, ব্যবস্থাপক আলতাফ হোসেন, নার্স শাহানাজ ও আরজিনা মিলে ওই নারীর স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) করার সময় টেনেহিঁচড়ে নবজাতককে বের করতে গিয়ে তাকে মেরে ফেলেন বলে জানাগেছে ।
এ ঘটনার পর ওই হাসপাতালের ব্যবস্থাপক ও কথিত নার্স গা ঢাকা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমবাগান ফেরদৌস কলোনি এলাকার ইমনের স্ত্রী স্মৃতির (২২) প্রসব বেদনা শুরু হলে ওইদিন সকালে বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর আল্ট্রাসনোগ্রাম করে বাচ্চার অবস্থা দেখে সিজার করার পরামর্শ দেন চিকিৎসক।
এজন্য বিশেষজ্ঞ চিকিৎসক খবর দেওয়া হয়। কিন্তু চিকিৎসক আসার আগেই হাসপাতাল মালিক ব্যবস্থাপক ও কথিত দুই নার্স ওই গৃহবধূকে অপারেশন থিয়েটারে নিয়ে যান।
সেখানে তারা জোরপূর্বক টেনেহিঁচড়ে প্রসব করানোর চেষ্টাকালে নবজাতককে (মেয়ে) মেরে ফেলেন। টেনেহিঁচড়ে নবজাতককে বের করতে গিয়ে প্রসূতিও অসুস্থ হয়ে পড়েন এবং তার শরীরের কিছু অংশে কেটে-ছিঁড়ে যায়।
সূত্র আরও জানায়, সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে ঘটনা প্রকাশ না করে বাধ্য করেন।
এজন্য এক লাখ টাকা দিলে সকালেই নবজাতকের লাশ বাড়িতে নেওয়া হয়।
গৃহবধূর মামা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওইদিন আল্ট্রাসনোগ্রাম চিকিৎসক জানান, গর্ভে বাচ্চার অবস্থান খুব ভালো আছে। কিন্তু ক্লিনিকের মালিক বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই জোরপূর্বক প্রসব করাতে গিয়ে সন্তানকে মেরে ফেলেছে।
এ প্রসঙ্গে মালিক উজ্জ্বলের সঙ্গে কথা বলতে ফোন করা হলে প্রতিবেদকে হাসপাতালে এসে পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন এক নারী।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এফ এ আসমা খাঁন জানান, লোক মুখে ঘটনার কথা শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কোনো হাসপাতালেই মাতৃমৃত্যু কাম্য নয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে অভিযোগ আসেনি। তবে অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com