শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

News Headline :
হোসেনপুরে বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ ইট বৃষ্টির মধ্যে সংঘর্ষ থামাতে দৌড়ালেন শ্যামনগরের ইউএনও রণী খাতুন পাবনা ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় ৩ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা এবার রাজশাহীর বাগানগুলোতে ফুটছে আগাম আমের মুকুল সাংবাদিক কল্যাণ তহবিলের বাৎসরিক ফ্যামিলি ডে পালিত জব্দ ট্রাক ছাড়তে ৫০ হাজার টাকা ঘুষ দাবী! ২০ হাজার টাকা দেওয়ায় হয়রানীর অভিযোগ গোদাগাড়ী থানার ওসি’র বিরুদ্ধে রাবি ক্যাম্পাসে মাথায় ব্যাডের আঘাতে রাজশাহী কলেজে শিক্ষার্থীর মৃত্যু! ভোলাহাটে জরিমানা করা সত্বেও ফের মাটিকাটার কাজ অব্যাহত!! রাজশাহীর পবায় ট্রাক চাপায় যুবদলকর্মী নিহত বদলগাছীতে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

একটি ঘর পাওয়ার আশায় ভূমিহীন জরিমন

Reading Time: 2 minutes

নিজস্ব প্রতিবেদকঃ
পাবনা চাটমোহর উপজেলার গোপালপুর গ্রামে মোছাঃ জরিমন খাতুন(৬৪)। স্বামী মৃতঃ হযরত আলী । স্বামী মারা গেছেন ২০ বছর আগে কোন সন্তান না থাকায় অভাব-অনটন আর সীমাহীন দারিদ্রতা লন্ডভন্ড করে দিয়েছে জরিমনের জীবনকে। জমি না থাকায় মোঃ মিনারুল আলীর আধা শতক জায়গার উপর ৪খানা টিনের ছাপরি ঘরে বসবাস করছেন। কর্মহীন, ভূমি ও গৃহহীন জরিমন অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জরিমন তার বাকী জীবন ভালভাবে বসবাস করার জন্য প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় একটি ঘর পাওয়ার আশায় পথ চেয়ে বসে আছেন। কিন্তু চেয়ারম্যান-মেম্বারদের নিকট প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া একটি ঘরের আবেদন জানিয়েও তার ভাগ্যে আজও জোটেনি প্রধানমন্ত্রীর দেয়া ভূমিহীন গৃহহীন মানুষদের জন্য দেয়া একটি ঘর।
মোঃ মিনারুল আলী বলেন, এই মহিলাটি বড় দুঃখী, স্বামী সন্তান না থাকায় তাকে দেখার মত কোন লোক নাই । সে দরিদ্র গরীব মানুষ। ছোট ৪ খানা টিনের ছাপরি তে আমার বাড়ির পাশে আমার জায়গাতে থাকার জন্য ব্যবস্থা করে দেই ।
জরিমন বলেন, আমার নিজের কোন জমি না থাকায় দয়া করে মোঃ মিনারুল আলী আমাকে থাকার জন্য আধা শতক জমি দেয়। সেখানে ৪ খানা টিন দিয়ে কোনো রকম একটা ছাপরি ঘর করে আছি। আমার অর্থ উপার্জন করার মত কোন ব্যক্তি না থাকায় অন্যের বাড়িতে কাজ করে যা হয় তা দিয়ে তিন বেলা খাবার জোটে না। অনেক কষ্ট করে বেঁচে আছি। আমি এ পযন্ত কোনা সরকারি ভাতা বা সাহায্য পাই নাই।সরকার যদি আমার মত ভুমিহীন ও গৃহহীন অসহায় হতদরিদ্র মানুষকে যেকোনো একটি ভাতা ও একটা ঘর উপহার দিতো, তাহলে খুব উপকার হতো। জীবনের শেষ কটা দিন একটু ভালো ভাবে কাটাতে পারতাম। সবার সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বলেন, ‘সরকারি ঘর পাওয়ার বিভিন্ন নীতিমালা রয়েছে, জরিমন যদি এই নীতিমালার মধ্যে পড়ে, তাহলে অবশ্যই সে ঘর পাবে। বর্তমানে যেসব অসহায়-হতদরিদ্র পরিবারের কোনো জায়গা বা ঘর নেই, তাদের মাঝে এই সরকারি ঘরগুলো দেওয়া হচ্ছে। তবে জরিমনেরহ বিষয়টি খোঁজ নিয়ে দেখে তার ঘর ও ভাতার ব্যবস্থা করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম বলেন, বিষয়টি আগে অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে জরিমন বিষয়টি জানতে পারলাম। সমাজসেবা অধিদপ্তরে আবেদন করলে।সে যদি পাওয়ার মতো নীতিমালার আওতায় পড়েন অবশ্যই তাকে ঘর দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com