সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এস.এম.ওমর ফারুক, কামারখন্দ সিরাজগঞ্জ:
মহাবিশ্ব যখন করোনা রুখতে হিমসিম খাচ্ছে, সারাদেশে একযোগে চলছে কঠোর লকডাউন। জনগণকে সামাজিক দুরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করছে প্রশাসন। কিন্তু গ্রামগঞ্জের হাট বাজার গুলোতে দেখা মিলছে না লকডাউনের কার্যক্রম। লকডাউনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পূর্বের মতই চলছে হাট বাজারের কার্যক্রম। নেই কোনো সামাজিক দুরত্ব সেই সাথে নেই কোনো মাস্কের ব্যবহার।
সিরাজগঞ্জের কামারখন্দের বেশ পুরোনো এই গাড়াবাড়ি হাট। হাট কমিটির নেই কোনো মাথাব্যথা, তারা পূর্বের মতই পরিচালনা করছেন হাটের কার্যক্রম। যেখানে তাদের উচিত ছিল ক্রেতা ও বিক্রেতা দের সচেতন করা। লকডাউন শব্দটা এখন নিছক তামাশার ব্যপার হয়ে দাড়িয়েছে জনগনের কাছে। তাই যদি না হতো তাহলে সরকারী বিধিনিষেধ না মেনে জনগনকে মাস্কবিহীন বেপরোয়া হয়ে চলাচল করতে দেখা যেত না। প্রশাসন চাইলে তারা সর্বত্র বিচরণ করে ঠেকাতে পারে জনগণের ও হাট কমিটির উদাসীনতা