শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ডেক্স নিউজ :
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার অনুমতি চেয়ে তার ভাই শামীম এস্কান্দারের আবেদন নাকচ করে দিয়েছে সরকার। ফলে দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন আর বিদেশ যেতে পারবেন না। ওই আবেদন করার পর গত চার দিন ধরে পর্যালোচনা ও দাপ্তরিক বিভিন্ন প্রক্রিয়া শেষে রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে সরকারের সিদ্ধান্ত জানানো হল।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছে, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার সাজা ও দণ্ডাদেশ স্থগিত করে যেভাবে তাকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল, তাতে এখন আর তাকে বিদেশে যেতে দেওয়ার ‘সুযোগ নেই’। আইনমন্ত্রীর এ মতামত পাওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, “খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি চেয়ে তার ভাই শামীম এস্কান্দারের আবেদনটি গ্রহণ করতে পারলাম না।”