শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ শহিদুল ইসলাম, খুলনা:
খুলনার ডুমুরিয়ার চুকনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আব্বাস হোটেলের দুটি শাখায় সিলগালাসহ ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে। সোমবার বিকেলে অভিযান পরিচালনা করেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, স্বাস্থ্যবিধি লঙ্ঘন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী পরিবেশন করার অপরাধে উপজেলার চুকনগর বাজারে অবস্থিত আব্বাস হোটেলের দুটি শাখায় অভিযান পরিচালনা করে সিলগালাসহ হোটেল দু’টির মালিক আব্দুল হালিম ও সেলিম হোসেন প্রত্যেককে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার জরিমানা ধার্য্য পূর্বক আদায় করা হয়। এ ছাড়া আগামী ২৩ মে ২০২১ তারিখ পর্যন্ত হোটেল দুই টির সিলগালা বলবৎ থাকবে বলে নির্দেশনা দেয় আদালত।