বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :
বগুড়া জেলার ধুনট থানায় মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে দেশের প্রতিটি থানার মতো সার্ভিস ডেস্ক ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন হয়েছে। রবিবার (১০ এপ্রিল) ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।
ধুনট থানার পক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা। এ-সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এ জি এম বাদশাহ্,ওসি (তদন্ত) রাজ্জাকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,এস আই আসাদুজ্জামান রিপন, নিমগাছি ইউ পি চেয়ারম্যান সোনিতা নাছরিন, মহিলা সার্ভিস ডেস্কের দায়িত্ব প্রাপ্ত এ এস আই কুলসুম,উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান ক্বারী ও জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুজ্জামান হিটলার।
থানা সুত্রে জানা যায়, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছিল পুলিশ। কিন্তু করোনা মহামারির কারণে সেসব পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় কিছু অর্থ মজুদ থাকে। সেই অর্থে মাননীয় প্রধানমন্ত্রীর আবাসন কার্যক্রমে যুক্ত হতে গৃহনির্মাণ করে দেয় বাংলাদেশ পুলিশ। এই প্রকল্পের আওতায় উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের গৃহহীন জান্নাতী খাতুন (২৫) কে গৃহ নির্মাণ করে দেয় ধুনট থানা পুলিশ। জান্নাতী খাতুন বেলকুচি গ্রামের মৃত সবুউল্লা’র, মোফাজ্জল হোসেন এর স্ত্রী। গৃহ নির্মাণের জন্য জমি দান করেন বগুড়া জেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও বেলকুচি গ্রামের তৌহিদুজ্জামান হিটলার