শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নুরুজ্জামান লিটন, নওগাঁ:
নওগাঁ জেলার পোরশায় জোড়ালাগা দু’টি কন্যা শিশুর জন্ম হয়েছে। আজ ২ সেপ্টেম্বর শনিবার সকালে উপজেলার সরাইগাছি মোড় ইসলামি ল্যাব এন্ড হাসপাতালে সিজারের মাধ্যমে জোড়ালাগা শিশু দু’টির জন্ম হয়। হসপাতালের পরিচালক নুরনবী জানান, গাঙ্গুরিয়া গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রীকে শনিবার সকালে ওই হাসপাতালে প্রসব করতে নিয়ে আসলে ডা: নুর মোহাম্মদ সিজার করেন। এসময় পেট জোড়ালাগানো অবস্থায় দু’টি মেয়ে শিশুর জন্ম হয়। তাদের মা সুস্থ্য রয়েছে এবং শিশু দু’টিকে রাজশাহী মেডিকেল কলেজ হসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।