মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
বিনোদন ডেক্স:
পর্ন-কাণ্ডে আবারও পুলিশের মুখোমুখি হতে পারেন অভিনেত্রী শিল্পা শেট্টি। দ্বিতীয় বার জিজ্ঞাসাবাদ করার জন্য অভিনেত্রী শিল্পা শেট্টিকে তলব করতে পারে মুম্বাই পুলিশ।
মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার স্ত্রীর ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। গত শুক্রবারই শিল্পাকে ৬ ঘণ্টা ধরে জেরা করেছে পুলিশ। রাজের অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিও প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না বলেই জানিয়েছিলেন শিল্পা। বলেছিলেন, সেই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই।
ফোন ক্লোন করার অর্থ, শিল্পার ফোনের সব তথ্য চলে আসবে তদন্তকারীদের হাতে। সেই সঙ্গে শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তাঁর ফোন থেকে গত কয়েক মাসে কোন কোন তথ্য মুছে ফেলা হয়েছে, তা-ও তদন্ত করে দেখতে চান গোয়েন্দারা। অর্থাৎ শুধু রাজই নন, তদন্তকারীরা যে শিল্পাকেও সহজে ছাড়তে চাইছেন না, তা এক প্রকার স্পষ্ট গোয়েন্দাদের বক্তব্য থেকে। মুম্বাই পুলিশ জানিয়েছিল, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেন শুক্রবার।রাজ গ্রেফতারের পর ইতিমধ্যেই রাজ এবং শিল্পার বাড়িতে দু’বার তল্লাশি চালিয়েছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা।একই সঙ্গে নিজের স্বামীর পক্ষে তাঁর যুক্তি ছিল, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই দাবি করেন শিল্পা। একটি গুপ্ত আলমারি থেকে নতুন কিছু চিত্রনাট্য পাওয়া গিয়েছে।তাঁদের সন্দেহ, রাজ ধরা পড়ার পরও তাঁর সংস্থা পর্ন ছবি বানানোর প্রক্রিয়া চালু রেখেছিল।
তা ছাড়াও তদন্তকারীদের দাবি, তারকা দম্পতির বাড়ি থেকে অঢেল ছবি ও ভিডিও উদ্ধার করা হয়েছে ।