সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আরিফ (১৭) ও ইমরান হোসেন (১৮) নামে দুই দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত আরিফ নবম শ্রেণীর শিক্ষার্থী বলেও জানা গেছে। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার করমজা ইউনিয়নের আফড়া শামুকজানি গ্রামে ও উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামে পৃথক দুটি স্থানে বজ্রপাতের ঘটনা ঘটে। মৃত আরিফ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া গ্রামের আকতার আলী’র ছেলে ও ইমরান সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট গ্রামের জয়নাল প্রামাণিকের ছেলে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম দুটি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আফড়া গ্রামের স্থানীয়রা জানায়, মৃত আরিফ আফড়া গ্রামে জাহেদ আলীর বাড়িতে গত শুক্রবার দিনমজুর হিসেবে কাজ করতে আসে। মঙ্গলবার সকালে সে বাঙ্গি তোলার জন্য মাঠে যায়। সকাল আটটার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয় সে ভেজা থেকে রক্ষার জন্য মাথায় একটি সিলবরের পাত্র দিয়ে অন্যান্যদের সাথে বাড়ির দিকে রওনা হয়।পথে হঠাৎ বিকট শব্দে তার মাথার ওপর বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার সামনে এবং পেছনে থাকা অন্যদের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে। মৃত আরিফের চাচাত ভাই নাসির জানান, আরিফ ঈদের আগে এন্ড্রয়েড ফোন কেনার জন্য দিনমজুর হিসেবে কাজ করতে আফড়া গ্রামে আসে। আরিফ নবম শ্রেণির ছাত্র বলেও জানান তার চাচাত ভাই। করমজা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচী জানান, ছেলেটির পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মৃত আরিফের মৃতদেহ হস্তান্তর করা হবে। নাগডেমরা ইউপি চেয়ারম্যান হারুণ আর রশিদ জানান, ইমরান নামের ছেলেটি সকালে জমিতে বেগুন তুলতে গেলে একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।