শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান, পাবনা:
ভয়াবহ ২১ আগষ্ট গ্রেনেড হামলা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের তেবিলা গ্রামে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে ২১ আগষ্ট গ্রেনেড হামলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আব্দুল জলিল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ও দুলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান সাইদ, অর্থ বিষয়ক সম্পাদক সুবোধ কুমার নটো,আইন বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ। আওয়ামী লীগ নেতা আফতাব আলী প্রামানিকের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা, আবুল কাশেম, আব্দুস সোবহান, মোসলেম উদ্দিন, আব্দুল মালেক বিএসসি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল প্রমুখ।এ সময় সাবেক ছাত্রনেতা কুতুব উদ্দিন, সুজানগর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুবনেতা রাকিব হাসান রতন, শাহিন উপস্থিত ছিলেন।