শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা,পাবনা :
পাবনায় গত ২৪ ঘন্টায় (২৭ জুলাই ) আজ মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়ে ৪জন ও উপসর্গে আরো ৬জনসহ ১০জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃতদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ৩জন ও উপসর্গে ২জন এবং বগুড়া সিএমএইচ হাসপাতালে ১জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।
এদিকে পাবনা সদর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরো ৪জন মারা গেছে। সরকারী হিসাবে গত ২৪ ঘন্টায় পাবনা জেলায় ১০ জন মারা গেছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ১৪৫ জন। গত বছরের ২০ মার্চের পরে এ পর্যন্ত ৯৪২২জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আর সরকারী হিসাবে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৪ জনের।