বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
হাফিজুর রহমান হাফিজ, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যলয়ের ছাত্রীকে ইভটিজিং করার দায়ে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যাক্তিকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
জানা যায়, বুধবার (১৩ এপ্রিল) বেলা বারটার দিকে দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যলয়ে এ ঘটনা ঘটে। পরে সহকারী কমিশনার (ভূমি) টি.এম রাহসিন কবির ভাম্যমান আদালত পরিচালনা করে অভিযুক্ত শহিদুল ইসলাম কে তিন মাসের বিনাশ্রাম কারাডন্দ ও দুইশত টাকা জরিমানা প্রদান করেন। এ ব্যাপারে দাশুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদার বলেন, এমন জঘন্য কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবে না আইনের আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করা হবে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, আটককৃত শহিদুল ইসলাম এর স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ লাহেড়ি মহনপুরে। তবে পেশাদারিত্বের কারণে তিনি দীর্ঘ দিন দাশুড়িয়াতে ভাড়া থাকে।