বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
জিল্লুর রহমান জীবন: পাবনা :
বিএনপি ও চিহিৃত রাজাকার পরিবারের সন্তান এবং মাদক ব্যবসায়ী ও বিবাহিতদের দ্বারা ঈশ্বরদী উপজেলা ও পৌর ছাত্রলীগের সদ্য ঘোষিত অবৈধ কমিটি বাতিলসহ সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈশ্বরদী উপজেলা ও পৌর তৃনমুল ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাওন। উপস্থিত ছিলেন, আশিক হায়দার বিশাল, ইফতে খাইরুল ইমন, মহিন ইসলাম আকাশ।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বয়স্ক, বিবাহিত, মাদকাসক্ত ও জামায়াতের ছেলেকে ছাত্রলীগের পদ দেওয়া হয়েছে। তৃনমুল ছাত্রলীগের দাবি বর্তমান কমিটি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।
এর আগে গত মঙ্গলবার বিকালে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম শাওনের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, আশিক হায়দার বিশাল, পৌর ছাত্রলীগ নেতা নাহিদ ইসলাম, কলেজ ছাত্রলীগ নেতা রাতুল হাসানসহ প্রমুখ ছাত্রলীগ নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫ বছর পর জেলার নেতৃবৃন্দ উপজেলার মুল ধারার নেতৃবৃন্দের সাথে আলোচনা না করেই অবৈধ উপায়ে বিবাহিত ও জামায়াত নেতাদের সন্তানদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয়েছে। তারা দ্রæত ঘোষিত কমিটি ভেঙ্গে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের জন্য জেলার নেতাদের কাছে আহবান জানান। ঘোষিত কমিটি বহাল রাখা হলে জেলা কমিটিকে বয়কট করে কঠোর আন্দোলনের হুমকি দেন।
সদ্য ঘোষতি ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের কমিটিতে মল্লিক মলিন মাহমুদকে সভাপতি, খন্দকার আরমানকে সাধারণ সম্পাদক ও পৌর ছাত্রলীগের কমিটিতে আবির হোসেন শৈশবকে সভাপতি ও মারুফ হাসানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। পৌর সাধারণ সম্পাদক মারুফ হাসানের বিরুদ্ধে ২টি বিবাহের অভিযোগ। খন্দকার আরমান এর বাবা জামাল খন্দকার জামায়াত ইসলামের নেতা। টাকার বিনিময়ে বিবাহিত ও জামায়াত নেতার ছেেেলকে পদ দেওয়া হয়েছে প্রতিবাদ সমাবেশে অভিযোগ করনে বক্তারা।
এদিকে আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের পর এক বিক্ষোভ কর্মসুচী পালন করে। পরে তারা স্টেশন রোডে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখে। পুলিশ এসে ছাত্রলীগ নেতাদের অনুরোধ করে সড়ক অবরোধমুক্ত করেন।