মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
কোভিট ১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত দ্বিতীয় ধাপের প্রথম দিনে কঠোর লক ডাউন পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনার সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও অলিগলি প্রদিক্ষণ করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রওশন আলী।এ সময় সেনাবাহিনীর ক্যাপ্টেন সোনার তরী সহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রওশন আলী জানান, করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতামূলক কর্মকাণ্ড ও সাধারণ মানুষ কে ঘরে থাকতে আহ্বান জানানো হয়। এছাড়াও জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করার জন্য মাইকিং করা হয়েছে।