বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় জেলা বিএনপির উদ্যোগে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভোট কেন্দ্র স্থানান্তরের ভুল প্রতিবেদন সংশোধনের দাবিতে মানববন্ধন দৈনিক পাবনার চেতনা ও পাবনার রাজনীতির রিপোর্টের এডমিন   আদনানের জামিন বাতিল আদালত থেকে কারাগারে  ‘আমরা বিএনপি পরিবার’-এর মানবিক সহায়তা পাবনায় উদ্বোধন হয়েছে আধুনিক টার্মিনাল কমপ্লেক্স নগরবাড়ী নৌ বন্দর ২ দিনের সরকারী সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি চাটমোহরে এমপি প্রার্থী চাই- দাবিতে সমাবেশের ডাক দিলেন পাবনা-৩ আসনের  বিএনপি নেতা হীরা গাবতলীতে বিএনপি নেতা সাবেক মেয়র সাইফুলের নেতৃত্বে মিছিল ও সভা পাবনা এলজিডি’র নির্বাহী প্রকৌশলী বদলি ঘিরে বিতর্ক  কৃষকের সার সংকটে ভাঙ্গুড়ায় বিক্ষোভ

বগুড়ার ধুনটে চাঞ্চল্যকর হিটলু হত্যার মূল আসামীকে গ্রেফতার করল সিআইডি বগুড়া

Reading Time: 2 minutes

মোঃ হেলাল উদ্দিন সরকার,ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট থানাধীন চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার এজাহারভুক্ত ১নং আসামী মোঃ নবাব আলী মন্ডল, পিতা- মৃত আবুল মন্ডল, সাং-বেড়ের বাড়ি, থানা-ধুনট, জেলা- বগুড়াকে গ্রেফতার করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি,বগুড়া ।
ধুনট থানা পুলিশের বরাতে জানাযায়, বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল হান্নান ১৮মে’২২ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় ধুনট থানাধীন বাবুর বাজার হতে উক্ত আসামীকে গ্রেফতার করে।
বগুড়া জেলার ধুনট উপজেলায় এই চাঞ্চল্যকর হিটলু হত্যা মামলার তদন্ত অনুযায়ী প্রাপ্ত সংবাদের ভিত্তিতে হত্যায় সরাসরি অংশ গ্রহনকারী আরোও দুইজন মূল আসামী ১। মোঃ এনামুল হক (৩৬), পিতা- মৃত- দিরাজ সরদার, সাং-বেড়েরবাড়ী সরদারপাড়া, ২। মোঃ সুমন রহমান (২৮), পিতা- মোঃ খলিলুর রহমান, সাং-বেড়েরবাড়ী পশ্চিমপাড়া, উভয় থানা-ধুনট, জেলা- বগুড়া দেরকে বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ কাউছার সিকদার এর নির্দেশনায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল হান্নান এর নেতৃত্বে ইতিমধ্যে গ্রেফতার করেছেন – পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বগুড়ার একটি টিম। ১০মে’২২ তারিখ ( মঙ্গলবার) সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকার সময় ধুনট থানাধীন বেড়েরবাড়ী কাতলাহার বাজার হতে উক্ত আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়। মামলার বিবরণে জানা যায়, গত ১০এপ্রিল’২২ তারিখ অত্র মামলার ০১ নং এজাহার নামীয় আসামী নবাব আলী নিমগাছী ইউনিয়নের সভাপতি হওয়ার জন্য ভিকটিম হিটলুকে বেশ কিছু লোকজন জোগাড় করতে বলে যে, এমপি মহোদয় আসবে লোকজন দেখাতে হবে। এই কথা শুনে হিটলু অনেক কষ্ট করে কিছু মোটরসাইকেল ও লোকজন জোগাড় করে। কিন্তু এমপি মহোদয় ঐদিন নিমগাছী না আসলে ভিকটিম হিটলু আসামী নবাব আলীকে বলে আপনি আমাদেরকে মোটরসাইকেলের তেল খরচ দেন। আসামী নবাব আলী বলে এমপি মহোদয় আসে নি তাই তেল খরচ দেওয়া হবে না । তারপরে হিটলু নবাব আলীর নিকট হতে যে ভাবেই হোক কিছু টাকা নেওয়ার চেষ্টা করেন মোটরসাইকেলের তেল কেনার জন্য। ফলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। সেই ক্ষোভে আসামী নবাব আলী বলে যে, আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ এভাবে টাকা নিতে পারে নি।ঘটনার দিন ১৬ এপ্রিল’২২ তারিখ রাত্রি অনুমান ০৯.২৫ ঘটিকার সময় ০১ নং আসামী নবাব আলীর হুকুমেই অন্যান্য আসামীগণ পরস্পর যোগসাজসে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিম হিটলুর পায়ের গোড়ালির রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক জখম করে হত্যা নিশ্চিত করে। বিশেষ সুত্রে জানাযায় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য যে মামলা নং, বগুড়া ধুনট থানার মামলা নং-১১, তারিখ-১৯/০৪/২০২২ খ্রিঃ ধারা-১৪৩/৩৪১/৩২৫/৩২৬/ ৩০৭/ ৩০২/২০১/১১৪ পেনাল কোড-১৮৬০।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com