শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদাতা :
বগুড়ার শেরপুরে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২এর একটি অভিযান দল। আটক নারী মাদক ব্যবসায়ী মোছাঃ সুমি খাতুন(২৮)। সে সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার টিকরাভিটা গ্রামের মোঃ শাহাদত হোসেনের স্ত্রী। তারা শেরপুর দশমাইল উত্তর পাড়ার মোঃ মতিউর রহমান@বাবুর বাড়িতে ভাড়াটিয়া হিসাবে বসবাস করেন। র্যা ব ১২ জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (০৬মে) দুপুরে শেরপুর বাসষ্ট্যান্ড্রের পাশে মোবাইল মার্কেট গলিতে অভিযান পরিচালনা করে ওই নারী মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় মহিলা মাদক ব্যাবসায়ীর কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায়, সে দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করতে বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।