মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে ইজিবাইক চালককে হত্যা করে গাড়ি ছিনতাই আটক দুই কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার পাবনা জেলার ১৯৬তম জন্মদিন উপলক্ষে কাগজে গ্রাফিতি প্রতিযোগিতা অনুষ্ঠিত বাজারের আগুন: ত্রিশালের কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য আকাশছোঁয়া বিপাকে সাধারণ মানুষ কুষ্টিয়া জেলা পুলিশের সতর্ক বার্তা পাবনা র‌্যাবের অভিযানে ৪টি হত্যাসহ একাধিক মামলার আসামী গ্রেফতার নওগাঁ সোসাইটির নীতিমালা ভঙ্গ করে প্রতিপক্ষের ঘর দখলের অভিযোগ অপরাধী ও দুষ্টু লোকদের স্থান বিএনপিতে হবে না বলে তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন: কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন পাবনায় সংবাদ প্রকাশের জেরে ওসির ইন্ধনে সাংবাদিকের খোজে সন্ত্রাসীরা মতিহারে সাজাপ্রাপ্ত পলাতক আসামী সোহেল গ্রেফতার

বেড়ায় জোর পূর্বক সরকারি খাস পুকুর ভরাট ও প্রতিবেশির জায়গা দখল করে বিল্ডিঃ নির্মানের অভিযোগ সোনালু সওদাগরের বিরুদ্ধে

Reading Time: 2 minutes

নিজস্ব প্রতিবেদক:

পাবনা জেলার বেড়া পৌর এলাকার মৈত্র বাধা গ্রামের আঃ মতিনের বসতবাড়ির সীমানা ও সরকারি খাস পুকুর ভরাট করে জোর পৃর্বক দখল করে ও বিল্ডিং নির্মানের করেছে । আজ বেড়া নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বরাবর দুটো অভিযোগ করেছে মতিনের ছেলে আলামিন । সরজমিনে ও অভিযোগ সুত্রে জানা যায় মতিনের সীমনার সম্পত্তি ও সরকারি খাস পুকুর ভরাট করে তার উপর নির্মান করছে বিল্ডিং, বাড়ী ঘর এলাকায় গিয়ে উভয় পক্ষের সাথে কথা বলে জানাযায় । রাকিব সওদাগর (২৫)বেগম ইমরান সওদাগর রাকিব সওদাগর (২০), পিতা উভয় সোনালু সওদাগর সহ বেড়া মৌজার সাবেক নতুন বসত বাড়ি ক্রয় করে সেখানে সরকারি খাস পুকুর দখল করে মতিনের বাড়ির প্রায় ২ হাত লম্বা লম্বি জায়গা ঘেরাও করে বিল্ডি নির্মান করছে বার বার বাধা দেওয়া শর্তে ও সোনালু মানছে না এই নিয়ে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

সম্প্রতি মৈত্র বাধা গ্রামের ঐখানকার স্থানীয় একটি প্রভাবশালী কুচক্রীমহলের দ্বারা প্রভাবিক হইয়া অবৈধ ভাবে জোরপূর্বক দখলের চেষ্ঠা চালাচ্ছে। সোনালু এমনকি ইদানিং তাদের বাড়ীর উপরে থাকা গাছ পালা কেটে নিয়ে যাচ্ছে ও বাড়ী থেকে ভাড়াটিয়াদের ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠছে। এমনকি মতিনের চলাচলের রাস্তার উপরও বিঘ্নতা সৃষ্টি করছে। তারা আরো জানান, সোনালুর মতিনের ছেলে আলামিন কে হত্যার হুমকি দিচ্ছে পাশের বাড়ির দাউদ ও সাবেরা বেগম জানায়, সোনালু সওদাগর তাদের আরো জায়গা গ্রাস করার চেষ্ঠা চালাচ্ছে। এ বিষয়ে মতিন বলেন যোগাযোগ করে জানতে চাইলে, জানায় সোনালুর বিরুদ্ধে থানায় অভিযোগ করছি সে আমার সন্তান আলামিন ও আমাকে হত্যার হুমকি দিচ্ছে।

বেড়া পৌর সংরক্ষিত আসনের কাউন্সিলর আলো বলেন, কাগজপত্র যাদের ঠিক আছে সেই সম্পত্তির মালিকানা দাবী করতে পারে। তবে বাড়ির সীমানা জোর পৃূর্বক দখল করা ঠিক না সোনালু টাকার গরমে যারতার, সাথে বেদবী করে আমি তাদের বিষয়ে আর নেই। মতিনের স্ত্রীর জানান বাড়িতে আমার স্বামি সন্তান থাকে না ভয় আর আতংকে দিন পার করছি। সোনালু সরকারি পুকুর দখল করে বিল্ডিঃ নির্মান করেছে । তিনি বলেন বেড়া নির্বাহী অফিসারের দৃষ্টি আর্কষন করছি তদন্ত পৃর্বক সরকারি খাস পুকুর উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহন করুক। বেড়া এসিল্যান্ড মাহবুবর রহমান বলেন আজ একটি অভিযোগ পেয়েছি তদন্ত পৃর্বক ব্যবস্থা গ্রহন করা হবে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com