মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম বি রিয়াদ, ইবি প্রতিবেদক:
টানা পাঁচ বার নির্দেশনার পরেও করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে নিবন্ধন করেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রায় ৩৬ শতাংশ শিক্ষার্থী। তাই ষষ্ঠবারের মতো শিক্ষার্থীদের ফের নিবন্ধনের নির্দেশনা দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পঞ্চমবার রেজিস্ট্রেশনকৃত ৪ হাজার ২৯৯ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নিবন্ধনকৃত মোট শিক্ষার্থী দাঁড়াল ৯ হাজার ৮৭৬ জন। আজ সোমবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিবন্ধন করা শিক্ষার্থীদের তালিকা ইউজিসিতে পাঠানো হয়েছে। ইউজিসি স্বাস্থ্যমন্ত্রণালয়ে তথ্য পাঠাবে। তারা ডাটাবেজ আপডেট করলে শিক্ষার্থীরা সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবে। বিশ্ববিদ্যালয় সূত্রে, বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী রয়েছে ১৫ হাজার ৩৮৪ জন। ইউজিসির নির্দেশনার পর ২ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত চার দফায় নিবন্ধন করেন ৬ হাজার ৬০৭ জন শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থীর ৪৩ শতাংশ। পরে ১১ জুলাই পূর্বের নিবন্ধনে যাদের তথ্যগত ভুল রয়েছে যেসব শিক্ষার্থী বাদে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ৫ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়। একইসাথে শিক্ষার্থীদের পুণরায় নিবন্ধনের নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। পরে গতকাল ২৬ জুলাই পঞ্চমবার নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় রয়েছে ৪ হাজার ২৯৯ জন শিক্ষার্থী। এতে নিবন্ধনকৃত মোট শিক্ষার্থী দাঁড়াল ৯ হাজার ৮৭৬ জন। যা মোট শিক্ষার্থীর ৬৪ শতাংশ। এদিকে যেসব শিক্ষার্থী টিকা নিতে এখনো নিবন্ধন করেনি অথবা তথ্যগত ভুলের কারণে তালিকা থেকে বাদ পড়েছে তাদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত গুগল ফর্মে নিবন্ধনের (জাতীয় পরিচয়পত্র সহ) নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই তাদের নিবন্ধনের ব্যাপারে এখনো কোনো নির্দেশনা আসেনি বলেও জানা গেছে।