শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ী সদর থানার হোসনাবাদ এলাকা থেকে ইয়াবাসহ সোহাগ খান ওরফে মোরাদ(২২) কে গ্রেপ্তার করেছেন ডিবি পুলিশ। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকাল ০৪.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মোজাম্মেল হক, এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন, রাজবাড়ী সদর থানাধীন হোসনাবাদ এলাকার জনৈক মোঃ আতাউর রহমান(৪৫) পিতা- মৃত গোলাম কাউছার এর বাড়ীর পশ্চিম পার্শ্বে মমিন পাটোয়ারীর মেহগনি বাগানের ভিতর হইতে ৬০(ষাট) পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহাগ খান ওরফে মোরাদ কে গ্রেপ্তার করেছেন জেলা ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হলেন রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের হোসনাবাদ এলাকার রেজাউল করিম ওরফে রাজু খানের ছেলে। রাজবাড়ী ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ খান ওরফে মোরাদ কে ৬০(ষাট) পিছ ইয়াবা ট্যাবলেট তার (মূল্য১৮,০০০/- টাকা) সহ গ্রেপ্তার করা হয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।