শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৪ পূর্বাহ্ন

News Headline :
সিরাজগঞ্জে যুবদল নেতার সকল কর্মকান্ড স্থগিত রংপুরে ৩ দিন ব্যাপী পিআইবি’র সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন নেসকোর দূর্নীতিগ্রস্থ কর্মকর্তাদের অপসারণ ও শাস্তির দাবিতে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার নিকট আবেদন গাইবান্ধায় ছোট ভাইয়ের লাথির আঘাতে বড় ভাইয়ের মুত্যু হামলা-মামলা ও নির্যাতনের শিকার তাদেরকে স্বীকৃতি দিতে না পারি ইতিহাস ক্ষমা করবে না-তারেক রহমান ১৫ বছরের আমাদের ওপর যে জুলুম করা হয়েছে তা আর কারো ওপর করেনি-জামায়াতের আমির সিরাজগঞ্জে ২০ লাখ টাকার বিনিময়ে আঃলীগের চেয়ারম্যানকে চেয়ারে বসানোর ঘটনায় বিএনপির তদন্ত কমিটি গঠন রংপুর পীরগঞ্জ উপজেলায় মোবাইল কোর্ট অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জে ৫১৭ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারী আটক শেরপুরের নালিতাবাড়ীতে চালকের গলাকেটে অটো ছিনতাইয়ের চেষ্টা গ্রেফতার ৪

র‌্যাব-১২’র অভিযানে পাবনার সাঁথিয়া ও ঈশ্বরদী থেকে ইয়াবা ও হিরোইন উদ্ধার ৩৮৩ পিচ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী আটক

Reading Time: 2 minutes

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
এর ধারাবাহিকতায় ১১/০৪/২০২২ ইং তারিখ বিকাল ৪.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল পাবনা জেলার সাঁথিয়া থানাধীন হাড়িয়া পূর্বপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ সুজন সরদার এর বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮৩ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ সুজন সরদার(৩২),পিতা-মোঃ আনছার আলী সরদার,সাং-হাড়িয়া পূর্বপাড়া, থানা-সাঁথিয়া, জেলা-পাবনা।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গত ১১ এপ্রিল, ২০২২ তারিখ ২২.০৫ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন দিয়াড়শাহপুর সাকিনস্থ ব্র্যাক অফিসের সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ বুদু প্রামানিক (৫২), পিতা- মৃত ইব্রাহিম প্রামানিক, সাং-জয়নগর, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে ১৪ (চৌদ্দ) গ্রাম হেরোইন, মোবাইল ফোন-০১ টি, সীম-০১ টিসহ উদ্ধার করে। ধৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ও পলাতক আসামী মোঃ উজ্জল হোসেন (৪৫), পিতা-মোঃ রাজ আলী, সাং-দিয়াড়শাহপুর, থানা-ঈশ^রদী, জেলা-পাবনাদ্বয় দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার ঈশ^রদী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com