শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:১০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মিজানুর রহমান মিলন,বগুড়া :
বগুড়ার শাজাহানপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এক বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।গত ২২ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণুপুর মাঠে বিষ্ণুপুর তরুণ সংঘের সদস্যরা এ খেলার আয়োজন করেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ধরে রাখতে ও সুস্থ বিনোদনের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এই এতে ঘোড়দৌড়ে ২৫ জন প্রতিযোগী ২৫টি ঘোড়ায় চড়ে অংশ নেন। দীর্ঘ দিন পর ঘোড় দৌড় দেখতে হাজার হাজার মানুষ বিষ্ণুপুর মাঠে ভীড় করেন। নারী,শিশু ও বৃদ্ধ সব বয়সের মানুষের মিলন মেলায় পরিণিত হয় মাঠ। ঘোড়াদৌড় প্রতিযোগিতায় উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাদশা সরকার। এসময় অন্যান্যদের মধ্যে ব্যবসায়ী রফিকুল ইসলাম,আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক,ইউপি সদস্য ইমরান হোসেন লিটন,আওয়ামী লীগ নেতা মেহেদুল ইসলাম,মাড়িয়া যুব কল্যান সমিতির সাধারণ সম্পাদক শাহ আলী,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম,সাব্বির রহমান শিরু,সাংগঠনিক সম্পাদক সাব্বির রহমান, দপ্তর সম্পাদক মেরাজুল হক রাজু,শিক্ষক মিরাজুল,আব্দুল খালেক ও হাবিবুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ধরে রাখতে ও গ্রামবাসীসহ আশপাশের মানুষকে বিনোদন দিতে প্রথমবারের মত এ খেলার আয়োজন করা হয়েছে। এছাড়াও সন্ধ্যায় বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে। ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে আমিরুলের বাতাশী ঘোড়া, দ্বিতীয় হয়েছে দুলালের নাগরাজ এবং শিবলুর কাটিংমাস্টার ঘোড়া তৃতীয় হয়েছে।