রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় মোটর সাইকেল ছিনতাই ২জন গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার রাজশাহীর তানোরে বিএমডিএর সহকারী প্রকৌশলী জামিনুরের বিরুদ্ধে বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ শ্যামনগর প্রধান সড়কে বিচালী ইট কাঠ নেটের ঘেরা শ্যামনগরে ভ্যানে চাদর আটকিয়ে এক বৃদ্ধের মৃত্যু রাজশাহীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৯ শ্যামনগরে সুন্দরবনের গরান জ্বালানী কাঠ কাটার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে আদিবাসী পল্লীতে হামলা অগ্নিসংযোগ বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার! এবার চতুর্থ ধাপে সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি

শেরপুর সড়কের যে ব্রীজটি একটু বৃষ্টি হলেই ডুবে যাবে

Reading Time: 2 minutes

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের শালফা পূর্বপাড়া এলাকায় সড়কের মধ্যে বোয়ালকান্দি শালফা ব্রীজের মাঝখানে যে ব্রীজটি নির্মাণ শুরু করে দিয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টার প্রাইজ (প্রা.) লিমিটেডের কর্তৃপক্ষরা তা তুলনামূলক নিচু হওয়ায় এলাকাবাসীর ধারনা একটু বর্ষন এ তলিয়ে যাবে। কারন এই এলাকাটি নিচু এলাকা।
এলাকাবাসীর আবদার ছিলো ব্রীজটি আরোও একটু উচু করে নির্মাণ করার, কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের সেদিকে কোন ভ্রুক্ষেপ না করে তাদের মতো করে ব্রীজটি নির্মাণ করছেন, এমন খামখেয়ালীপনায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে বাঁচতে খুব দ্রুত সড়কের এই ব্রীজটি আগের ডাইভারশন রাস্তা থেকে তুলনা মুলক উচুর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিনে গিয়ে দেখা যায়, ধুনট -শেরপুর আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে বেশ কয়েক মাস হলো। মাটি খোঁড়াখুঁড়ি, বালি খোয়া দিয়ে সমান্তরালের কাজ শেষ হয়েছে একটি অংশে। এখন সেই অংশে চলছে কার্পেটিংয়ের কাজ। উপজেলার শালফা পূর্বপাড়া এলাকায় সড়কের বোয়াল কান্দি শালফা ব্রীজের মধ্যে তুলনামূলক নিচু করে ব্রীজের কাজ শেষ করে কার্পেটিংয়ের কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড। বর্ষা মৌসুমে বা বৃষ্টির ফলে ব্রীজটি ডুবে সড়ক দুর্ঘটনার শঙ্কা দেখা দিয়েছে সড়কে চলাচলকারী ও স্থানীয়দের মধ্যে।এছাড়া রাস্তা খোড়াখুড়ির কারনে প্রচুর ধুলাবালির সৃষ্টি হয়েছে, বিভিন্ন যানবাহন চলাচলের সময়ে ধুলা উড়ে চারিদিক অন্ধকার হয়ে পরে, ধুলাবালি উড়ে এসে ঘরের মধ্যে ধুলার স্তর পরে এমতা বস্তায় ঘরে বাচ্চাকাচ্চা নিয়ে বসবাস দুর্বিষহ হয়ে পরেছে। পানি দিয়ে রাস্তা ভেজানোর কথা থাকলেও নিয়মটি মেনে চলছে না ঠিকাদারি প্রতিষ্ঠান। মোজাম্মেল হক, মধু মিয়া, এরশাদ হোসেন সহ স্থানীয়রা বলেন, সড়কের মধ্যে এমন নিচু ব্রীজ থাকলে বৃষ্টির দিনে বা বন্যার সময় ব্রীজটি ডুবে দুর্ঘটনা ঘটতে পারে। এই সড়ক দিয়ে ছোট বড় হাজার হাজার যানবাহন চলাচল করে এবং সেগুলো খুব দ্রুত গতির যানবাহন। এক যানবাহন আরেকটিকে তড়িঘড়ি সাইড দিতে গেলে এই ব্রীজের সাথে ধাক্কা খাবে এটা নিশ্চিত। এছাড়াও রাতে চলাচলরত যানবাহনগুলো সরাসরি এই ব্রীজের সাথে ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে। আর এই সকল দুর্ঘটনা ঘটবে ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালিপনায়। তাই দ্রুত এই ব্রীজটি আরোও উচু করন জরুরী বলে মনে করছেন তারা। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার মো. এমদাদ হোসেনের সাথে কথা হলে তিনি জানান তারা তাদের মাপ মতন কাজ করছেন – কে কি বললেন সেটা তারা দেখতে চান না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com