বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ আশিক:
আসুন লকডাউনে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়াই এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাস বিস্তার রোধে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এমপি মহোদয়ের পক্ষ থাকে লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের মানুষের মাঝে সুস্বাদু রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক এমপি পুত্র এস এম সায়েদ বিন হায়দার রাজিবের তত্ত্বাবধানে এ রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এবং পর্য্যায়ক্রমে উক্ত রান্না করা খাবার দুটি উপজেলায় ২০ টি ইউনিয়নে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন এলাকায় লকডাউনে ভাসমান ও কর্মহীন হয়ে পড়া বহু মানুষের মাঝে স্বাস্থ্য বিধি মেনে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সহ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যম।