মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৩:২৫ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
বাংলাদেশ ডেইরী ফার্মার্স এসোসিয়েশন, বাংলাদেশ পোল্ট্রি ফার্মার্স এসোসিয়েশনের বাস্তবায়নে, জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণে ভ্রাম্যমাণ দুধ,ডিম,ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ প্রানিজ পুষ্টি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন, প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জামাল উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ ভেটেরিনারি আব্দুল লতিফ সহ স্থানীয় নেতৃবৃন্দ।বিক্রয় কেন্দ্রের দুধ ৪৫ টাকা লিটার,ডিম ২৮ টাকা হালি, সোনালী মুরগী ২৪০ টাকা কেজি,গরুর মাংস ৫০০ টাকা দরে বিক্রয় করা হয়।