বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কোভিড -১৯ করোনা ভাইরাসে আক্রান্ত এবং বিএনপি নেতা ড.খন্দকার মোশারফ হোসেন, রুহুল কবির রিজভী ও এড.শামসুর রহমান শিমুল বিশ্বাসের রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আজম আলী বিশ্বাসের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সিদ্দিক বিশ্বাস, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবুল কালাম আজাদ,বন্দের আলী মোল্লা, বাদশা শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রিয়াজ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, জেলা সৈনিক দলের সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেব আলী মন্ডল,লিটন, ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা ছাত্রদল নেতা শেখ পাপ্পু,সোহেল বিশ্বাস, শুভ সেখ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দোয়া পরিচালনা করেন, মাওঃ আবু ইউসুফ আলী বিশ্বাস।