শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
Reading Time: 2 minutes
আশরাফুল ইসলাম সবুজ, নরসিংদী :
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নে অগ্রণী যুব কল্যাণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৮ সেপ্টেম্বর বুধবার বিকাল ৪ টায় সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কালাই গোবিন্দপুর গ্রামে নওয়াব আলী গাজী উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর যুবলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আশরাফ হোসেন সরকার। ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে ছিলেন, এডভোকেট গাজী রিফাতুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন :- আলহাজ্ব দেলোয়ার হোসেন, আলহাজ্ব তানভীর আহমেদ মিয়া, শেখ মহিউদ্দিন, সাবেক চেয়ারম্যান শফিউজাম্মান বাবলু গাজী, ইসামাইল মাস্টার, কায়কোবাদ হোসেন কানু, জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল, হিরু সরকার, আশিকুর রহমান, রাজ্জাক ফকির,মোস্তফা আলী সরকার, বাহাউদ্দীন সরকার, আকতার হোসেন, মহরম আলীসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ। এক মাসব্যাপী লীগ পর্যায়ের খেলায় পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বিল্লাল সুইং একাদশ ও ইয়াকুব একাদশের মাঝে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার মাঠে কানায় কানায় দর্শক পরিপূর্ণ টানাটান উত্তেজনাপূর্ণ খেলায় দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটের সময় বিল্লাল সুইং একাদশের মিডফিল্ডার জালাল গোল করে দলকে এগিয়ে নিলে খেলার শেষ বাঁশি বাঝার ৮ মিনিট আগে ইয়াকুব একাদশের মিডফিল্ডার সুমন গোল করে সমতা আনেন। ১-১ গোল খেলাটি অমীমাংসিত হলে পরে টাইব্রেকারে ৬-৫ গোলে বিল্লাল সুইং একাদশকে পরাজিত করে ইয়াকুব একাদশ চ্যাম্পিয়ান হয়। পুরস্কার বিতরণকালে প্রধান অতিথি আশরাফ হোসেন সরকার বলেন :- আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটিকে। যারা এত সুন্দর একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজনের করেছেন। এ গ্রাম মরহুম এডভোকেট আসাদুজ্জামান এর জন্মস্হান। এ গ্রামে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার এবং নরসিংদীর সকল মরহুম নেতাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা শুনে খুশি হবেন নরসিংদী সদর আসনের মাননীয় এমপি আমাদের অবিভাবক মোহাম্মদ নজরুল ইসলাম হিরু ( বীর প্রতীক) তার সততা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিকট নরসিংদীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের জন্য ডিও লেটারের মাধ্যমে আবেদন করেন। আশাকরি অল্পসময়ের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তা বাস্তবে রুপ দেবেন ( ইনশাআল্লাহ)। নজরুল ইসলাম হিরু সবসময় অবহেলিত নরসিংদীবাসীর কথা চিন্তা করেন। তিনি উন্নয়নের মহানায়ক। মাদক, ইভটিজিংরোধে খেলাধূলার কোন বিকল্প নেই। খেলাধুলা দেহ,মনকেও ভালো রাখে। নরসিংদী জেলার প্রতিটি গ্রামে এধরণের সামাজিক সংগঠনের মাধ্যমে খেলাধুলার আয়োজন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা খেলাধুলায় কিশোর/কিশোরীদের আগ্রহ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে সুযোগ সুবিধা প্রদান করছেন। আজ খেলাধুলার মাধ্যমে বিশ্বের মানচিত্রে ভালো করে এক টুকরো লাল সবুজের বাংলাদেশকে চিনতে পারছে। তৈরী হচ্ছে নতুন নতুন খেলোয়াড়। দুই দলই প্রানবন্ত খেলা উপহার দিয়েছে। জয় পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই মূল লক্ষ্য। আজ যারা চ্যাম্পিয়ান হয়েছে তাদেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা রানার্সআপ হয়েছে তাদের প্রতি রইলো অফুরন্ত ভালোবাসা। পরে বিজয়ী দলের হাতে প্রধান অতিথি টুনামেন্টের চ্যাম্পিয়ান ট্রফি ও নগদ ২০,০০০/= (বিশ হাজার) টাকা এবং রানার্সআপ দলের হাতে ১০,০০০/= (