শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রিয় স্বীকৃতি দিতে হবে: বিএমএসএফ

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক

ঢাকা সোমবার, ১২ এপ্রিল ২০২১: অবিলম্বে জাতীয় গণমাধ্যম সপ্তাহের (১-৭ মে) রাষ্ট্রীয় স্বীকৃতির দেয়ার দাবিতে দেশব্যাপী জেলা-উপজেলা থেকে আজ সোমবার ১২ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট স্মারকলিপি পাঠিয়েছেন দেশের সাংবাদিকরা। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ’র) ডাকে একযোগে বিএমএসএফ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে এদাবিতে স্মারকলিপি পাঠানো হয়েছে।

এদিকে বিএমএসএফের ঢাকা জেলাসহ গাজীপুর, শ্রীপুর, সাভার, আশুলিয়া, চাঁদপুর, ফরিদগঞ্জ, শরীয়তপুর, বরিশাল, বাকেরগঞ্জ, উজিরপুর, গৌরনদী, ঝালকাঠির রাজাপুর, ভোলার বোরহানউদ্দিন, বরগুনা, বেতাগী,আমতলী, তালতলী, পাথরঘাটা, পিরোজপুরের ভান্ডারিয়া,ইন্দুরকানি, পটুয়াখালী, রাঙ্গাবালি, দুমকি, বাউফল, মির্জাগঞ্জ, খুলনা, কক্সবাজার, উখিয়া, মহেশখালী, ঈদগাঁও, টেকনাফ, রামু, চট্টগ্রাম, পটিয়া, বোয়ালখালী, বাঁশখালী, নোয়াখালী, সুবর্নচর, কবিরহাট, ব্রাক্ষনবাড়িয়ার কসবা, রাজবাড়ি, পাংশা, মাদারীপুর, কালকিনি, নীলফামারি, সৈয়দপুর, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জের ঘিওর, কুড়িগ্রাম, রাজারহাট, চিলমারী, ময়মনসিংহ, ভালুকা,ত্রিশাল, নান্দাইল, সিলেটের বিশ্বনাথ, লালমনিরহাট, হাতিবান্ধা,আদিতমারী, পাটগ্রাম, কালিগঞ্জ, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন জেলা উপজেলা বিএমএসএফের শাখা ছাড়াও বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করেন।

এবছর আগামি মাসের ১-৭ মে’ পঞ্চমবারের মত দেশে পঞ্চম জাতীয় গণমাধ্যম সপ্তাহ- ২০২১ উদযাপিত হবে। মহামারী বৈশ্বিক করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রসহ জেলা-উপজেলায় স্বল্পপরিসরে আলোচনা সভা, দোয়ানুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপনের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

এবছরের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর চিন্তাভাবনা করছে সংগঠনটি।

বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, দেশে এমন কোন পেশাজীবি নেই যাদের নিয়ে রাষ্ট্র ভাবেন না। কিন্তু গণমাধ্যম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ রোলের দায়বহন করে। তিন্তু তাদের জন্য ভাবনার গোঁড়ায় যেন জং ধরেছে। গণমাধ্যম সপ্তাহটি আজ সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। গণমাধ্যম ও সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সপ্তাহটি বিশেষ গুরুত্ব পাবে। তাই অবিলম্বে স্বীকৃতি দিতে বিশেষ আহবান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com