বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী রাজশাহীর গোদাগাড়ীতে আলুর বাম্পার ফলন: ভালো বাজার আবহাওয়ায় ও আশা বাড়াল কৃষকের

ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা:

পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার আলো পত্রিকার সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাহফুজ আলী কাদেরীর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ। রবিবার (৪ জানুয়ারি) সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘পাবনার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাহফুজ আলী কাদেরী একটি কুচক্রী মহলের ব্যক্তিগত বিদ্বেষ ও ষড়যন্ত্রের শিকার। মানববন্ধন শেষে পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা এবং পুলিশ সুপার আনোয়ার জাহিদ বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৯ ডিসেম্বর রাতে পাবনা শহরের নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ সাংবাদিক ও ব্যবসায়ী মাহফুজ আলী কাদেরীকে আটক করে। পরে পাবনা সদর থানার একটি হাঙ্গামা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়। বক্তারা দাবি করেন, মাহফুজ আলী কাদেরী পাবনার এক সুপরিচিত ও সভ্রান্ত পরিবারের সন্তান। তাঁর পিতা ছিলেন পাবনা জেলা আইনজীবী সমিতির পাঁচবারের নির্বাচিত সভাপতি, বর্ষীয়ান আইনজীবী অ্যাডভোকেট জহির আলী কাদেরী। তাঁর মা মরহুমা সৈয়দা নিলুফার কাদেরী ছিলেন পাবনা পৌরসভার একাধিকবারের নির্বাচিত কাউন্সিলর। বক্তারা আরও উল্লেখ করেন, মাহফুজ আলী কাদেরী কোনো রাজনৈতিক কর্মকাÐের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি মূলত তাঁর ব্যবসা প্রতিষ্ঠান, আর্থ-সামাজিক প্রতিষ্ঠান এবং দৈনিক পাবনার আলো, মাসিক অনন্য কথা পত্রিকার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। স্থানীয় একটি কুচক্রী মহল ব্যক্তিগত বিদ্বেষবশত প্রশাসনকে ভুল তথ্য দিয়ে তাঁকে আওয়ামীলীগের লোক হিসেবে চিহ্নিত করে এই মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক খবর বাংলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মো: আব্দুস সালাম, প্রকাশক শামীম আহমেদ, অনন্য সমাজ কল্যাণ সংস্থা গভর্নিং বডির সদস্য আব্দুল্লাহ আল আমিন বাকি, টোটন, এবং সংস্থার কর্মকর্তা সাইফুল ইসলাম, রেজাউল করিম, জাফর সাদিক, আলমগীর হোসেন, সোলাইমান হোসেন, আব্দুস সাত্তার শিপলুসহ পাবনার সুশীল সমাজের প্রতিনিধিরা। দৈনিক খবর বাংলা-এর সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম বলেন,”মাহফুজ আলী কাদেরীর মতো একজন সম্মানিত সাংবাদিক ও সমাজসেবককে মিথ্যা মামলায় গ্রেফতার করা শুধু তাঁর প্রতি অবিচার নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি দাবি করি।”বক্তারা আরও অভিযোগ করেন, এই কুচক্রী মহলটি এর আগে চাঁদা না পেয়ে মাহফুজ আলী কাদেরীর ব্যবসা প্রতিষ্ঠান হোটেল ড্রিম প্যালেস এবং দৈনিক পাবনার আলো অফিসে ভাঙচুর ও লুটপাট চালিয়েছিল। সেই ঘটনার ভিডিও চিত্র থাকা সত্তে¡ও এখন উল্টো তাঁকেই হয়রানি করা হচ্ছে।
স্মারকলিপিতে অবিলম্বে মাহফুজ আলী কাদেরীর নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলাটি প্রত্যাহারের দাবি জানানো হয়। একই সাথে, এই হয়রানিমূলক গ্রেফতারের সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাবনার সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেছেন, প্রশাসন এই সংবেদনশীল বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রæততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com