শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:১২ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
মোঃ কামাল হোসেন, অভয়নগর যশোর :
যশোরের অভয়নগর উপজেলায় ডাক্তারী পাশ না করেও ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দানকারী চিকিৎসকের ছড়াছড়ি দেখা যাচ্ছে । ফলে, চিকিৎসার নামে অপচিকিৎসার শিকার হচ্ছে সাধারণ মানুষ। উপজেলার বিভিন্ন এলাকায় চিকিৎসা কেন্দ্রগুলো ঘুরে
এমন ভূয়া নামধারী চিকিৎসকের নাম উঠে এসেছে অনুসন্ধানে। উপজেলার বিভিন্ন ঔষধ ফার্মেসীর আড়ালেও চলছে চিকিৎসার নামে অপচিকিৎসা। দীর্ঘদিন প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এসব ভূয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন না করার কারণে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে ওই সব ভূয়া নামধারী ডাক্তার পরিচয় দানকারী ব্যক্তিদের অপচিকিৎসা কেন্দ্র। অনুসন্ধানে জানা গেছে, ওই সব নামধারী কিছু ভূয়া ডাক্তার উত্তরাধিকার সূত্রে ডাক্তার হয়ে বসে আছে। তাদের পিতা ছিলো ডাক্তার, সেই সূত্রে ছেলে হয়ে পড়েছে ভূয়া ডাক্তার। ফলে, ওইসব ডাক্তার পরিচয়দানকারীদের চিকিৎসা সেবা নিয়ে নাজেহাল হয়ে পড়ছে গ্রাম- শহরের সাধারণ মানুষ। ওই সব ভূয়া নামধারী চিকিৎসকের অপচিকিৎসার শিকার হয়ে রোগ সারা তো দুরে থাক, মানুষের শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধছে। পরে যশোর-খুলনাসহ ভারতের মতো দেশে বেঁচে থাকার জন্য বড় বড় ডাক্তার দেখাতে দৌড়াতে হয়, লাখ লাখ টাকা খরচ করেও রোগ আর ভালো হয়না। আরোও জানা গেছে, ওই সব ভূয়া ডাক্তারগণের নেই কোন ডাক্তারী সনদ, নেই কোন মানুষ চিকিৎসা করার অনুমতিপত্র, নেই কোন পাশকরা সার্টিফিকেট, পিতা ছিল ডাক্তার সেই সূত্রে তারাও হয়েছেন ভূয়া ডাক্তার। উপজেলার সিদ্দিপাশা, সোনাতলা, আমতলা, চাকই, মধুরগাতি, নাউলী, সিংগাড়ি, হরিষপুর, শংকরপাশা, দেয়াপাড়া, চেঙ্গুটিয়া বাজার, ধোপাদি, ভাঙ্গাগেট, আলীপুর, নওয়াপাড়া বউবাজার, সুন্দলী, নওয়াপাড়া ক্লিনিকপাড়াসহ উপজেলার সকল ছোট বড় বাজারে এমন সনদবিহীন অসংখ্য ভূয়া নামধারী ডাক্তারের ছড়াছড়ি। উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি মঙ্গলবার অভয়নগর উপজেলায় ক্লিনিকপাড়ায় দিন ব্যাপি ক্লিনিকগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়, ওই অভিযানে ৩ টি ক্লিনিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ ১ টি ক্লিনিক সীল গালা করা হয়। ওই অভিযানকে উপজেলাবাসী সাধুবাদ জানালেও অনেকে দুঃখ প্রকাশ করে জানান, অসাধু অবৈধ ভূয়া নামধারী ভূয়া ডাক্তার নামে কসাইদের খুঁটির জোর কোথায়? তাদের বিরুদ্ধে কোন আইনগত পদক্ষেপ নেওয়া হয়না কেন? ফলে, ভূঁইফোড় ওইসব সনদ বিহীন চিকিৎসকরা রয়েছে বহালতবিয়তে। জরুরিভাবে ওই সব ভূয়া নামধারী ডাক্তারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন সচেতন মহল। এবিষয়ে যশোর জেলা সিভিল সার্জন বিপ্লব কান্তি বলেন, এরকম চিকিৎসকরা ডাক্তার নাম ব্যবহার করতে পারবেনা, যদি ডাক্তার পরিচয় ব্যবহার করে কোন চিকিৎসা করেন তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এবিষয়ে অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, আমাদের অভিযান অব্যহত থাকবে এবং উপজেলার সকল অনিয়মের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযানসহ কঠোর নজরদারি রাখা হবে।