বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তি, র্যাব-১২, সিরাজগঞ্জ:
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় এবং র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ দুপুর ১৩.৩০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘সিরজাগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন রামারচর রয়েল রুপালী হাইওয়ে রেস্টুরেন্ট এর সামনে রাজশাহী হতে ঢাকাগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৪ গ্রাম হেরোইনসহ ০২ জন কুখ্যাত মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। মোঃ মজিবুর রহমান (৫৫), পিতা- মৃতঃ আব্দুস সাত্তার, সাং- রোডপাড়া, ২। মোঃ আলম হোসেন (৪৫), পিতা- মৃতঃ ইমরান হোসেন, সাং-বাতানপাড়া, উভয় থানা- সদর, জেলা- চাপাইনবাবগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত-এম আবুল হাশেম সবুজ (লেঃ কমান্ডার বিএন) কোম্পানি কমান্ডার,র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।