সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা :
আওয়ামীলীগ ৭৫ এ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুনরায় ক্ষমতায় আসতে কত বছর লেগেছিল, এটা যদি কম হয়, তাহলে তারা যতদিন ক্ষমতার বাইরে ছিলো ততদিন পার হওয়ার পর যেন আওয়ামীলীগ মন্তব্য করে বিএনপি কতদিন ক্ষমতার বাইরে আছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথাগুলো বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে বিএনপি’র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, আওয়ামীলীগের হাতে কসাইয়ের চাকু, আর তারেক রহমানের হাতে মানবতার পতাকা।
সোমবার বিকালে পাবনা ঈশ্বরদীর পুর্বটেংরিতে ইফতার মাহফিল ও বিএনপি’র ৪৭জন দন্ডপ্রাপ্ত পরিবারের হাতে ইজিবাইকের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে দন্ডপ্রাপ্ত ৪৭জন নেতা-কর্মীর পরিবারের হাতে ইজিবাইকের চাবি তুলে দেন এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি’র চেয়ারপার্সনের ব্যাক্তিগত সহকারী এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি’র যুগ্ন মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আরো উপস্থিত ছিলেন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন, পাবনা জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ খন্দকার, আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাষ্টার, যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, সাবেক বিএনপি’র সংসদ সদস্য কেএম আনোয়ারুল ইসলাম, সেলিম রেজা হাবিব, নুর মোহাম্মদ মাসুম বগা, আনিসুল হক বাবু, কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল, জহুরুল ইসলাম, ঈশ্বরদী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফজলুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালী অনুষ্ঠানে বক্তব্য দেন। তারেক রহমানের বক্তব্যের পর দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। উল্লেখ্য আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলে থাকাকালে রাজনৈতিক কর্মসুচির সফরকালে পাবনার ঈশ্বরদীতে ট্রেন বহরে গুলি করে হত্যা চেষ্টা মামলায় ৪৭জন বিএনপি’র নেতা-কর্মীর ফাসি ও যাবজ্জীবন কারাদন্ড হয়। সাজাপ্রাপ্ত পরিবারের সদস্যদের দুর্দাশা লাঘবের অংশ হিসাবে প্রত্যেক পরিবারে বিএনপি’র পক্ষ থেকে ১টি করে ইজিবাইক অনুদান দেওয়া হয়।