রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
আজ ৬ই নভেম্বর সোমবার।, ঠিক দুপুর আড়াই টায়, রবীন্দ্র সদনের , রানুছায়া মঞ্চে,, শিশু ঘাতী, নারীঘাতী , হানাদারি বন্ধ করার উদ্দেশ্যে এবং যেভাবে শিশু ও নারীদের হত্যা করা হয়েছে, তার প্রতিবাদে, ইজরাইলের বিরুদ্ধে বিক্ষোভ এবং আক্রান্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়াতে, প্রায় একশ্র বেশি শিল্পী ও সাহিত্যিকরা জমায়েত হয়েছিলেন ,আজকের এই অনুষ্ঠান ও মোমবাতি মিছিলে। এই অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যিক নাট্যকার ও সংগীতশিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এবং গানের মধ্য দিয়ে বিদ্রোহের আগুন ফুটিয়ে তুলেছিলেন , শুধু তাই নয় ইজরাইলকে নিয়ে একটি নাটকও পরিবেশন করেছেন ,, এই নাটকের মধ্য দিয়ে কিভাবে শিশু ও নারীদের হত্যা করা হয়েছে তার বর্ণনা করার চেষ্টা করেছেন, এই অনুষ্ঠান দেখতে এবং শিল্পী ও সাহিত্যিকদের সাথে হাত মিলাতে আরো বেশ কিছু মানুষ জড়ো হয়েছিলেন এবং তারাও প্রতিবাদ জানালেন।, সব অনুষ্ঠানের মধ্য দিয়ে ইজরাইলকে বারবার বোঝাতে চেয়েছেন, ইমিডিয়েট গাজার উপর শান্তি ফিরিয়ে আনতে যুদ্ধ বন্ধ হোক এবং শিশু নারীদের হত্যা বন্ধ হোক, যারা এর কোন কিছুই বোঝেনা তাদেরকে এইভাবে মেরে ফেলার কারণ কি, কেন এই হত্যা লীলা এর সাথে সাথে আমেরিকা কেউ সাবধান করে দেন।
তাই আজ সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মিলনীর সংস্কৃতিক গোষ্ঠী, লিটিল ম্যাগাজিন এবং সংস্কৃতিক ফোরামের সকল কর্মীরাই একত্রিত হয়েছিলেন, ছোট ছোট শিশুদের প্রতি ও নারীদের প্রতি আত্মার শান্তি কামনার জন্য এই মমবাতি মিছিলের মধ্য দিয়ে, এর সাথে সাথে ভারত সরকার কেউ, জানালেন এত নারী ও শিশু মৃত্যুর পরেও, কেন চুপ করে রয়েছেন, অবিলম্বে ব্যবস্থা নিন, সারা বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সম্মেলনের সুমন দাস ও সুরজিৎ সামন্ত, উপস্থিত সকল কর্মীদের এবং দর্শকদের কৃতজ্ঞতা জানিয়েছেন, সবাই পাশে থাকার জন্য।।। এবং সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িয়ে দেওয়ার জন্য। এমনকি পুলিশ প্রশাসন কেউ কৃতজ্ঞতা জানিয়েছেন সারাক্ষণ সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।