শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
আজ এসএসসি, এসএলটি নতুন নোটিফিকেশনে অবস্থানরত ছাত্র ছাত্রীরা একটি নাটক মঞ্চস্থ করলেন। আজ বেলা দুটোর সময় , শহীদ মিনারের পাশে একতা মঞ্চের, এসএসসি ও এস এল টি নতুন নোটিফিকেশনে অবস্থানরত ছাত্র-ছাত্রীরা একটি নাটকের মধ্য দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের যে অরাজকতা, প্রতারণা এবং ঘুষ নিয়ে, বিভিন্ন দপ্তরে , মুখোশের আড়ালে, সমস্ত কিছুর প্রতারণা চলছে ও চাকরি বিক্রি হয়ে যাচ্ছে,। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সব জেনেশুনে চুপ করে রয়েছেন ,আজ এই নাটকের মধ্য দিয়ে ছাত্রছাত্রীরা তুলে ধরলেন। ……। তারা নাটকটির মধ্য দিয়ে দর্শকদের বোঝাতে চাইলেন ,যে সমস্ত দপ্তরে ন্যায্য পাওনা এবং ন্যায্য যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীরা কিভাবে ঠকেছেন, দপ্তরে গিয়ে কিভাবে ঠকছেন এবং দপ্তর গুলি কিসের বিনিময়ে, যোগ্য প্রার্থীদের ফিরিয়ে দিচ্ছেন, আসল কারণ কি, সেটা এই নাটক মঞ্চস্থ করে দেখালেন, অবশেষে তারা সমস্ত দপ্তর ঘুরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেলে প্রশাসন কিভাবে বাধা দিলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নীরব হয়ে কিভাবে বসে রয়েছেন এ নাটকটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, ……। তারা বোঝাতে চাইলেন আমরা এবং যোগ্য চাকুরী প্রার্থীরা কিভাবে ঠকছি ,কেন আজও নোটিফিকেশন মেনে পরীক্ষা হচ্ছে না ,এমনকি যারা পরীক্ষা দিয়েছে নিজেদের যোগ্যতায় পাশ করেছে ,তারা কেন চাকরি পাননি, আজ আমরা সবাই কিভাবে আন্দোলন করছি ,কেন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বার বার বলা সত্ত্বেও কেন চুপ করে রয়েছেন, আমরা জন সম্মুখে সেইটা তুলে ধরলাম।, এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন মাননীয় বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান, তাহারো বক্তব্যের মধ্য দিয়ে একটি কথায় উঠে আসে, যে রাজ্য সরকার সমস্ত বিভাগে যেভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে এবং দুর্নীতি চালিয়ে যাচ্ছে , সমস্ত দপ্তরের চাকরি টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, সেটা বেশিদিন ঢেকে রাখা যাবে না, আজ একটার পর একটা দুর্নীতি ধরা পড়ছে, শিক্ষা দপ্তরকে শেষ করে ফেলেছে, টাকার বিনিময়ে, টাকার বিনিময় চাকরি বিক্রি হচ্ছে, আজ সেগুলি প্রকাশ্যে আসছে। তবুও মাননীয় মুখ্যমন্ত্রী এই সকল ছেলে-মেয়েদের দিকে নজর দেওয়ার সময় পাচ্ছেন না,। আজ দিনের পর দিন চাকরি পাওয়ার আশায় এবং পরীক্ষার আশায় দিন গুনছেন, এর সাথে সাথে আরও একটি কথা উল্লেখ করলেন, তিনি জানিয়ে গেলেন তোমরা আন্দোলন বন্ধ করো না, আন্দোলন চালিয়ে যাও ,একদিন তোমাদের জয় হবে, ,, এবং দোষীরা শাস্তি পাবে ,তোমাদের ন্যায্য দাবি ন্যায্য পাওনা তোমরা ফিরে পাবে.আর এই বিজেপি যুব মোর্চা তোমাদের সাথে আছে।