বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন
Reading Time: 2 minutes
ডেক্স সংবাদ :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৮৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৯৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৪ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৮৭ জনের মধ্যে পুরুষ ১১৭ জন ও ৭০ জন নারী। ঢাকা বিভাগে রয়েছেন ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৩ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ১১ জন, সিলেট বিভাগে চারজন, রংপুর বিভাগে ১৫ জন এবং ময়মনসিংহ বিভাগে পাঁচজন।
বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলায় ৪৩৯ জন, গাজীপুরে ২১৮ জন, মুন্সিগঞ্জে ১৫১ জন, টাঙ্গাইলে ১০৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় ৪৮২ জন, কক্সবাজারে ১৮৬, চাঁদপুরে ১২৫ জন এবং কুমিল্লায় ৪৪১ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া অন্য বিভাগগুলোর মধ্যে সিলেট জেলায় ১২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে গত এক দিনে।
ঢাকা বিভাগে গত এক দিনে যে ৭৫ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৪৩ জনই ছিলেন ঢাকা জেলার। খুলনা বিভাগে মারা যাওয়া ৪৪ জনের মধ্যে কুষ্টিয়ার ১৪। চট্টগ্রাম বিভাগে মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৪ জন কুমিল্লা জেলার বাসিন্দা ছিলেন।
এছাড়া রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ১৫ জন, সিলেট বিভাগে ৪ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন এবং বরিশাল বিভাগে ১১ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। মৃত ১৭৩ জনের মধ্যে ৬৪ জনের বয়স ছিল ৬১ থেকে ৭০ বছরের কোঠায়। এছাড়া ৪৯ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ২৭ জনের বয়স ৭১ থেকে ৮০ বছরের মধ্যে এবং ২০ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। তাদের ১১৭ জন ছিলেন পুরুষ, ৭০ জন ছিলেন নারী। ১৫৭ জন সরকারি হাসপাতালে, ২৮ জন বেসরকারি হাসপাতালে এবং ২ জন বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা ১১ লাখ পেরিয়ে যায় এ বছর ১৮ জুলাই। তার আগে ১২ জুলাই দেশে রেকর্ড ১৩ হাজার ৭৬৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পরে।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৯ জুলাই তা ১৮ হাজার ছাড়ায়। সেদিনই এক দিনে রেকর্ড ২৩১ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বে শনাক্ত রোগী সংখ্যা ১৯ কোটি ২০ লাখ ছাড়িয়েছে।বিশ্বে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪১ লাখ ২৮ হাজারের বেশি মানুষের।