admin
- ১৯ জানুয়ারী, ২০২৩ / ৮৫ Time View
Reading Time: < 1 minute
মাহবুব খান, শিবপুর নরসিংদী :
আগামীকাল ২০ জানুয়ারি ৫৪ তম শহীদ আসাদ দিবস।১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আসাদুজ্জামান।
আমানউল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান ১৯৪২ সালের ১০ জুন নরসিংদী জেলার শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম মরহুম মাওলানা আবু তাহের। তিনি ছোট বড় সবার কাছে শহীদ আসাদ নামেই বেশি পরিচিত।শহীদ আসাদ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি শিবপুরে স্কুল, কলেজ, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হবে।