মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৮ অপরাহ্ন

News Headline :
রংপুরে হারাগাছে ভূয়া আত্মীয় পরিচয় দিয়ে মামলাকারীর মামলা প্রত্যাহার ও জড়িতকে গ্রেফতারের দাবি প্রবাসী যুবকের সাথে প্রতারণা করে অর্ধযুগের কষ্টার্জিত আয় আত্মসাতের অভিযোগ এক নারীর বিরুদ্ধে পরীক্ষামূলকভাবে চালু হলো যমুনা রেলওয়ে সেতু পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিতে নয়-ছয়; রাবিতে ফের আন্দোলনের প্রস্তুতি রাজশাহীতে পারিবারিক পুষ্টি বাগানে স্বাবলম্বী হচ্ছে গ্রামীণ প্রান্তিক নারীরা পাবনা প্রেসক্লাবের অনিয়ম তদন্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কমিটি গঠন মহানগরীতে স্বর্ণের দোকানে চুরির অভিযোগে জনতার হাতে আটক নারীকে পুলিশে সোপর্দ পাঁচ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করলো হাবিপ্রবি ছাত্রশিবির মানুষকে যারা কষ্ট দেয় তাদেরকে পরিহার করুন : এ.কে.এম. আমিনুল হক যুবদল নেতা বাঁধনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় ২১ স্বাস্থ্যকর্মীর বেতন বিহীন মানবেতর জীবন

Reading Time: 2 minutes

মুরাদ হোসেন,পাবনা:
পাবনার আটঘরিয়ায় ২১ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডদের গত তিন মাস যাবৎ বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে রোগশোকেরও কমতি নেই পরিবারে। তিনমাস বেতন না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা।এই পরিস্থিতির শিকার উপজেলার ষাটগাছা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আলমগীর হোসেনে অবস্থার বর্ণনা দিয়ে বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে একই বেতনে চাকরি করে যাচ্ছি। অথচ মাঝে মধ্যেই কয়েক মাস ধরে বেতন বন্ধ থাকে। এখন প্রায় সাড়ে তিন মাস বেতনহীন রয়েছি। পরিবারে মা-বাবা, স্ত্রী-সন্তান নিয়ে সংসার। সকলের চাহিদা পূরণের পাশাপাশি বয়োজ্যেষ্ঠদের চিকিৎসার জন্য যে অর্থের প্রয়োজন হয় তা যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে বেতন বন্ধ থাকলে পরিবার নিয়ে না খেয়ে মরতে হবে।আরেকজন স্বাস্থ্যকর্মী মোবারক সরকার নাহিদ জানান, স্বল্প বেতনে নিয়মিত কাজ করেও মাস শেষে বেতন পাচ্ছি না।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে এ বিষয়ে বারবার কথা বলেও কোনো আশার আলো দেখতে পাইনি। চাকরি জীবনের দীর্ঘ এই সময়ে আরো অনেক সুযোগ সুবিধার কথা শুধু শুনেই এসেছি, দৃশ্যত কোন কিছুই এখনো দেখিনি। যেখানে ট্রাস্ট আইনে সরকারি চাকরিজীবীদের মতো সকল সুযোগ-সুবিধা দেওয়ার কথা উল্লেখ আছে প্রজ্ঞাপনে।তাদের মতই আটঘরিয়া উপজেলার ২২ টি কমিউনিটি ক্লিনিকের ২১ জন স্বাস্থ্যকর্মী বেতনহীন প্রায় সাড়ে তিনমাস। তবুও থেমে নেই তাদের স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম।সরেজমিনে উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, পুরুষের পাশাপাশি মহিলা, শিশুদের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম।এসময় নিয়মিত সেবা নিতে আসা গোপালপুর গ্রামৃর নাছিমা খাতুন বলেন, ক্লিনিকে এসে আমরা কখনোই চিকিৎসা না পেয়ে ফিরে গেছি এরকম হয়নি। ক্লিনিকের যারা চিকিৎসা দেন, সবাই আন্তরিক। তাদের বেতন বন্ধ রয়েছে শুনে বিষয় টা খারাপ লাগলো। যারা আমাদের জন্য কষ্ট করছেন, তাদের বেতন টা চালুর জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি।
আরেকজন রোগী শারাফত হোসেন বলেন, রোদ ,বৃষ্টি, ঝড় বা যেকোনো পরিস্থিতিতে চিকিৎসা সেবার প্রয়োজন হলে পাশে পাই যাদেরকে, তাদের যদি নিয়মিত বেতন চালু থাকে তাহলে তারা সুস্থ মনে আমাদের সেবা দিতে পারবে।এ বিষয়ে আটঘরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ আল-আজিজ জানান, সারাদেশের কমিউনিটি ক্লিনিকগুলো একটি প্রকল্পের অধীনে চলছে। মূলত ওই প্রকল্পই কমিউনিটি ক্লিনিকের বেতন ছাড় দেয়। তবে গত জুলাই মাস থেকে অর্থ ছাড় না হওয়ায় আপাতত বেতন আটকে আছে।স্বাস্থ্যকর্মীদের পুনরায় নিয়মিত বেতন চালুর ব্যাপারে তিনি বলেন, আশা করছি অর্থপ্রাপ্তি হলেই বেতন পাবে কর্মীরা।এদিকে দ্রুত সময়ের মধ্যে বেতন ছাড় না হলে স্বাস্থ্যকর্মীদের মাঝে কাজের আগ্রহ ও মনযোগ নষ্ট হতে পারে বলেও আশঙ্কা করছেন সচেতন মহল। ফলে বিষয়টি নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।জানা যায়, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসহায়তা ট্রাস্ট ও সিবিএইচসি এর অর্থ বরাদ্দ না থাকায় সাময়িকভাবে বেতন বন্ধ রয়েছে বলে জানা গেছে। তবে ২০১৮ সালে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন পাস হওয়ার পরেও বিভিন্ন সুযোগ সুবিধা স্বাস্থ্যকর্মীদের কাছে পৌঁছায় নি বলে দাবি করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com