সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, পাবনা ঃ
পাবনা প্রেসক্লাবের নানা স্বৈরাচারি ধারা ও বিভিন্ন অনিয়ম সংস্কারের লক্ষ্যে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের পক্ষ থেকে ৭দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদানের প্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয় কতর্ৃৃক দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গত ২১ নভেম্বর প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) স্বাক্ষরিত এক আদেশে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির সদস্যরা হলেন- উক্ত অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) মোহাম্মদ কামরুজ্জামান ভুঁইয়া ও তথ্য অফিসার মো: মেহেদী হাসান। অধিদপ্তরের সহকারি তথ্য অফিসার মোঃ নাসির উদ্দিন খোন্দকারকে তদন্ত কমিটির সদস্যদের সহযোগিতার দায়িত্ব দেয়া হয়েছে। সাত কর্ম দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেয়া হয়েছে এই তদন্ত কমিটিকে।
উল্লেখ্য ফ্যাসিবাদের দোসরদের দ্বারা প্রভাবিত ও পরিচালিত পাবনা প্রেসক্লাবের নানা স্বৈরাচারি কার্যকলাপের কথা তুলে ধরে মাননীয় প্রধান উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, পাবনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পাবনা বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজের পক্ষ থেকে ৭দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করা হয়।
দাবীগুলো হলো-(১)পাবনা প্রেসক্লাবের মেয়াদ উত্তীর্ণ কমিটির সকল কার্যক্রম বন্ধ ঘোষনা (২) অবিলম্বে পাবনা প্রেসক্লাবে একজন প্রশাসক নিয়োগ (৩) প্রেসক্লাবের গঠনতন্ত্রে সদস্যপদ লাভের ক্ষেত্রে অন্তরায় সকল স্বৈরাচারি ধারা বাতিল (৪) যারা সাংবাদিকতার পেশার সাথে জড়িত নয় তাদের সদস্যপদ বাতিল (৫) পাবনায় কর্মরত সকল প্রেসকার্ডধারী সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য করা (৬) পাবনায় কর্মরত সকল পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে অন্তর্র্বতীকালীন কমিটি গঠন করা এবং (৭) সদস্যপদ বঞ্চিত প্রকৃত সাংবাদিকদের প্রেসক্লাবের সদস্য করার পর নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা।