মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই Reading Time: 2 minutes
ডেইলি সারাবাংলা ডেক্স:
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ ইং ভোর ৬টায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে গোটা দেশে। রাজনৈতিক প্রতিপক্ষ থেকে শুরু করে দলমত নির্বিশেষে সবাই শ্রদ্ধা-ভালোবাসা জানাচ্ছেন গণতন্ত্রের আপসহীন এই নেত্রীকে। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশ্বনেতারা।

ডেইলি সারাবাংলা২৪ পরিবার গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আমিন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শুধু বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই নয় জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূলের সাধারণ কর্মীরাও খালেদা জিয়ার মৃত্যুতে শোক, শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছেন। এমনকি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে শুরু করে তৃণমূল কর্মী-সমর্থকরাও খালেদা জিয়ার প্রশংসা করছেন। রাজনীতির বাইরে আলেম-ওলামা, সাধারণ শ্রেণি পেশার মানুষও খালেদা জিয়াকে নিয়ে তাদের আবেগ-ভালোবাসার কথা প্রকাশ করছেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
দেশের স্বার্থ এবং গণতন্ত্রের জন্য খালেদা জিয়ার আপসহীনতার প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট করা হচ্ছে।

আগামীকাল খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদের ঢাকায় আসার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
আগামী কাল বুধবার দুপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জানাজা হবে ঢাকার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে। খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে বলে জানিয়েছে বিএনপি।
