সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে একাডেমি অফ ফাইন আর্টসে একটি সুন্দর বর্ষাকালীন প্রদর্শনীর আয়োজন হয়। নাম দেয়া হয় মুনসুন প্রদর্শনী।চ এই প্রদর্শনী ১৫ ই আগস্ট থেকে ২০ শে আগস্ট পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকছে। দুপুর ১২ টা থেকে রাত্রি আটটা, বিভিন্ন জেলা থেকে ২৭ জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে নাম দেন এবং তাদের ছবি প্রদর্শিত হয়। প্রায় ৮৫ টারও বেশি ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে । এবং বিভিন্ন শিল্পীর বিভিন্ন ধরনের কাজ এই প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন, শুধু পেইন্টিং ও স্কপচার এর উপর নয়, আরো বিভিন্ন রকমের কাজের উপর ছবি প্রদর্শিত হয়েছে। সুদূর জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়ি ,মালদা, নর্থ ২৪ পরগনা, সাউথ 24 পরগনা, এমনকি কলকাতার শিল্পীরাও অংশগ্রহণ করেছেন।এই প্রদর্শনীর শুভ সূচনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট ও সম্মানীয় অতিথিরা , অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেতা হ্রিতজিৎ চ্যাটার্জী, বিখ্যাত আর্টিস্ট বাদল পাল, প্রফেসর গভর্নমেন্ট আর্ট কলেজ অখিল চন্দ্র দাস, বিশিষ্ট আর্টিস্ট সুজিত কুমার ঘোষ মহাশয়, যাদের হাত ধরে এবং বীর বিপ্লবী ও যোদ্ধা নেতাজিকে স্মরণ করে এই প্রদর্শনী শুভ সূচনা হয়। এরপর একে একে অতিথিদের উত্তরীয় ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেন।সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে আর্ট লাইন ১৮ র কর্ণধার মাননীয়া শ্রীমতি শ্যামলী কর্মকার জানান, ২০১৮ থেকে আমার পথ চলা, আমিও একজন চিত্রশিল্পী, এবং বিভিন্ন জায়গায় আমি প্রদর্শনীতে অংশগ্রহণ করে থাকি, কিন্তু আমার এই উৎসাহের কারণ , অনেক শিল্পী আছে, যারা যোগাযোগের অভাবে প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারে না, এবং ভালো ছবি করলেও সেই ছবি সবার সামনে তুলে ধরতে পারেন না, তাই আমি ২০১৮ থেকে এই আর্ট লাইন ১৮ র মধ্যে দিয়ে, বিভিন্ন জেলার শিল্পীদের তুলে ধরার চেষ্টা করছি এবং তাদের বিভিন্ন দেশে সুযোগ করে দেওয়ারও চেষ্টা করছি, যাতে তাদের পথচলা আর ও সামনের দিকে এগিয়ে যেতে পারে, আর একটা কথা বলব,, শিল্পীরা শিল্পী, যেন তারা ছবি বিক্রি করার জন্য প্রদর্শনীতে অংশগ্রহণ না করে, । তাহলে তাহার শিল্পী সত্তা থাকেনা, নতুন কিছু করার চেষ্টায় শিল্পীর কাজ। এবং সেগুলিকে দর্শকদের সামনে তুলে ধরা।আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা আমাদের পাশে আছেন বলেই, আমরা এই ধরনের প্রদর্শনী করতে পারি, এবং আপনাদের দ্বারা আমরা উৎসাহিত হই, আপনাদের মতামত আমাদেরকে এগিয়ে চলার পথ দেখায়। এবং আরো আমরা ভালো কিছু করে দেখানোর চেষ্টা করি।