শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
নতুন নতুন ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এবং তাদের উৎসাহ দিতেই, ইউটোপিয়ানের এই প্রদর্শনী, ইউটোপিয়ান গ্রুপের পথচলা শুরু হয় ২০২০ সালে, মাত্র চার জন শিল্পী কে নিয়ে , আসতে আসতে চতুর্থ তম বর্ষে নতুন নতুন শিল্পীদের সহযোগিতায়, আজ ৩৩ জন শিল্পী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন জেলা থেকে, ইউটিউব প্রাণের প্রথম উদ্দেশ্যই ছিল যে সকল শিল্পীরা প্ল্যাটফর্ম পাননি তাদেরকে প্লাটফর্ম করে দেওয়া এবং তাদের চিত্র সবার সামনে তুলে ধরা আর তাতেই সারা জাগিয়েছেন এই সকল শিল্পীরা, এবং ছোট্ট ছোট্ট নতুন নতুন শিল্পীদের ছবি আজ একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শীত হয়েছে। এবং এই সকল শিল্পী তাদের ছবি পদর্শিত হওয়ায় এতটাই উল্লেখিত আমাদের ক্যামেরায় বন্দি, তারা বলেন সত্যিই দাদারা আমাদেরকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখালেন আমরা গর্বিত এবং কৃতজ্ঞ, আমরা চেষ্টা করব দাদাদের সাথে সহযোগিতা করে আরো ভালো কিছু করার এবং মানুষের সামনে তুলে ধরার।১৯ শে সেপ্টেম্বর ঠিক বিকেল পাঁচটায় একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে, সম্মানীয় অতিথিদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে, এই প্রদর্শনীর শুভ সূচনা হয়, শুভ সূচনা পর সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ ও পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন, এই প্রদর্শনী চলবে উনিশে সেপ্টেম্বর থেকে ২৫ শে সেপ্টেম্বর পর্যন্ত এবং দর্শকদের ও শিল্পীদের জন্য দেখার সুযোগ থাকবে ,দুপুর 12 টা থেকে রাত্রি আটটা পর্যন্ত, ৩৩ জন শিল্পীর সুন্দর সুন্দর ছবি প্রদর্শীত হয়েছে এই প্রদর্শনীতে, সম্মানীয় অতিথিরা বলেন সত্যিই আমরা গর্বিত, যে এই সকল ছোট ছোট শিল্পীদের সুযোগ করে দিয়েছেন উদ্যোক্তারা এবং তারা যেভাবে আমাদেরকে উৎসাহিত করল এবং আমরা এসে এই সকল শিল্পীদের ছবি দেখে আপ্লুত, আমরা এই টুকুই কামনা করব , শিল্পীরা থেমে থাকে না, কিন্তু শিল্পীরা যেন এই শিল্পকে না ছেড়ে দেয় ,আরও এগিয়ে যাক, মানুষের সামনে তাদের শিল্পকে তুলে ধরুক।যারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন, অরিনতম বিশ্বাস, সৌভিক বালা, সুজনা দত্ত, অর্পিতা দাস, শিবেন্দু দেবনাথ, অঙ্কিত দে, রৃদয় পাল ,বৈশালী চাকলাদার, স্নেহা কুন্ডু ,সোমা হালদার, জয়শ্রী দাস, প্রিয়জিত ঘোষ ,তিথি দাস, প্রীতম পাল, দেবলীনা মজুমদার ,পায়েল বোস, সৈকত মন্ডল। দেবশ্রী বিশ্বাস, প্রিয়া সাহা, স্বর্ণালী দাস, সৈকত মন্ডল, পূজা সাহা সহ অন্যান্যরা।