সম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে:
আজ বিকেল পাঁচটায়, সাত নম্বর তারা চাঁদ দত্ত স্ট্রিটের সংযোগস্থলে ও ইয়ং বয়েজ ক্লাবের পরিচালনায় দুস্থ ও অসহায় মানুষদের হাতে জামা কাপড় ও ছাতা তুলে দিলেন। মঞ্চে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, জনাব নাদিমুল হক, সানা আহমেদ, কেএম সির চেয়ারপারসন রেহেনা খাতুন , ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহেশ শর্মা, ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা চৌধুরী,উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের বিজয় উপাধ্যায়, আয়েশা খানিজ 43 নম্বরঢ়, ওয়ার্ডের, ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন, ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ ইকবাল, সহ অন্যান্যরা ,এছাড়া উপস্থিত ছিলেন রাকেশ সিনহা , ও পি মল, বি সি পুগালিয়া, বিক্রম সিং সহ ক্লাবের অন্যান্য সদস্যরা …. একটি সুন্দর মনোময় অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং তৃণমূল কংগ্রেসের কাজের গতিধারা কে সামনে রেখে ,আজ প্রায় ৪০০ জামা, চারশ ছাতা এবং ৪০০ কাপড় দুস্থ ও অসহায় দরিদ্র পরিবারের মানুষের হাতে তুলে দিলেন। তারা বলেন আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি এবং পাশে থাকার চেষ্টা করেছি ভবিষ্যতে আরো যদি বেশি মানুষের পাশে থাকা যায় সেই প্রচেষ্টা চালিয়ে যাব। আমাদের দিদি আমাদেরকে সব সময় এইরকমই উপদেশ দিয়েছেন, তিনি যেমন কোন কিছু থেকে পিছপা হননি, একটার পর একটা প্রজেক্ট মানুষের হাতে তুলে দিয়েছেন, কন্যাশ্রী রূপশ্রী থেকে বিধবা ভাতা, লক্ষ্মীর ভান্ডার কোন কিছুই বাদ রাখেননি ,তেমনি আমরা ও চেষ্টা করছি এই সকল মানুষদের পাশে থেকে যদি কিছুটা করতে পারি,, কিন্তু বিরোধী দল সবসময় কুৎসা রটিয়ে চলেছে এবং যাতে ভালো কাজ না করা যায়, তার বাধা সৃষ্টি করছেন, কিন্তু আমাদের দিদি কোন কিছুতেই পিছু পা হননি। তিনি একটার পর একটা করে দেখিয়ে দিচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে, আর আমাদের পাশে পেয়েছি, আমাদের কাছের মানুষ, মনের মানুষ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, যিনি ২৪ ঘন্টা দিনরাত এক করে, সবার পাশে থাকার চেষ্টা করেন, কোন কিছুতে না বলেন না, যখনই আমরা ডেকেছি ,আমাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছেন, আজও তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আজ তাহারি সহযোগিতায়, আমরা এই সুন্দর অনুষ্ঠান করতে পেরেছি, আমরা যেন ওই ভাবে মাননীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কে পাশে পাই এই কামনা করি।