শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন

News Headline :
কুষ্টিয়ার নিখোজ ২ এএসআই এর লাশ পদ্মা নদী থেকে উদ্ধার এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি গোদাগাড়ীতে বিপুল পরিমান গাঁজা-সহ গ্রেফতার মাদক কারবারী ডালিম আমরণ অনশনে রাবি আইন অনুষদের শিক্ষার্থীরা পুলিশ কর্মকর্তা বিজয়-উৎপলকে ধরলেই মিলবে কাজেম হত্যার উত্তর: দাবি চিকিৎসকদের সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে  বিক্ষোভ ও মানববন্ধন  দেশদ্রোহী খুনি হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে দ্রুত নির্বাচন দিতে হবে–আহসান হাবিব লিংকন রংপুরে জমি লিখে না দেয়া মাকে বেধড়ক পেঠালো ছেলে ও ছেলের বউরা শ্রীবরদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মান্দায় মসজিদ উন্নয়ন প্রকল্পের সাড়ে ৩শো গাছ উপড়ে ও ভেঙ্গে ফেলার অভিযোগ

ইসলামপুরে ইউপি চেয়ারম্যানের অবহেলায় নির্ধারিত দিনে চাউল পাননি হত-দরিদ্ররা

Reading Time: 2 minutes

শরিফ মিয়া ইসলামপুর জামালপুর:
জামালপুরের ইসলামপুর উপজেলায় ইউপি পরিষদের চেয়ারম্যনদের গাফলতিতে নির্ধারিত দিনে সরকারের বরাদ্দকৃত বিনামূল্যের চাউল পায়নি দুস্থ্যরা। দুস্থ্যদের অভিযোগ, ইউপি চেয়ারম্যানদের গাফিলতির কারণে তারা সময় মতো সরকারি চাউল পাচ্ছেন না।
জানা যায়, আসন্ন পবিত্র ঈথ-উল ফিতর উপলক্ষে ‘ঈদ উপহার’ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে অতিদরিদ্রদের সামাজিক নিরাপত্তাবেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির আওতায় ইসলাসপুর উপজেলায় ৪৬ হাজার ১৮২ জন দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে ৪৬১.৮২০ মেট্টিক টন চাউল বরাদ্দ অনুমোদন হয়। এছাড়া ইসলামপুর পৌর সভার আওতায় ৪ হাজার ৬২১ দরিদ্র পরিবারের মধ্যে ৪৬.২১০ মেট্রিক টন চাউল বরাদ্দ আসে।
গত মঙ্গলবার (১৯ এপ্রিল) উপজেলাচরগোয়ালিনী, চরপুঁটিমারী এবং পাথর্শী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ভিজিএফ কর্মসূচির চাউল বিতরণ করা নির্ধারিত তারিখ ছিল। কিন্তু ওইসব ইউপির চেয়ারম্যানগণ রহস্যজনক কারণে চাউল বিতরণ করেননি। এনিয়ে দুস্থ্যদের মাঝে ঈদ-উল ফিতরের আগে বিনামূল্যের সরকারি বরাদ্দকৃত ওই চাউল না পাওয়ার আশঙ্কা বিরাজ করছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, রমজান উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে উপজেলার ১২টি ইউনিয়নের ৪৬১.৮২০ মেট্রিক টন চাউল বিতরণ করার কথা। গত ৭ এপ্রিল বরাদ্দের অনুমোদনপত্র আসে উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ে।
প্রতিটি ইউনিয়নের আলাদা আলাদা তালিকা করে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ্য পরিবারের মধ্যে মাথাপিছু ১০ কেজি হারে চাউল বিতরণ করা হবে। এরমধ্যে উপজেলার কুলকান্দী ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা ২৯১২ জন, বেলগাছা ইউনিয়নে ৩৯৭৯ জন, চিনাডুলী ইউনিয়নে ৩৭৭৮ জন, সাপধরী ইউনিয়নে ৩১২৯ জন, নোয়ারপাড়া ইউনিয়নে ৪৩৮০ জন, ইসলামপুর সদর ইউনিয়নে ৩১২৫ জন, পার্থশী ইউনিয়নে ৪৬৫৯ জন, পলবান্ধা ইউনিয়নে ২৯০৮ জন, গোয়ালেরচর ইউনিয়নে ৪৫২৬ জন, গাইবান্ধা ইউনিয়নে ৫১০৬ জন, চরপুটিমারী ইউনিয়নে ৪৮৩৬ জন এবং চরগোয়ালিনী ইউনিয়নে ২৮৪৪ জন। গত শনিবার (১৬ এপ্রিল) প্রতিটি ইউনিয়নের উপকারভোগী দুস্থ্যদের নামের তালিকা উপজেলার ত্রাণ শাখায় জমা দেওয়ার কথা ছিল। পরদিন রোববার (১৭ এপ্রিল) চাউল উত্তোলন করার কথা। কিন্তু ১২টি ইউনিয়নের মধ্যে মাত্র চরগোয়ালিনী, চরপুটিমারী এবং পাথর্শী এই ৩টি ইউনিয়নের উপকারভোগী দুস্থ্যদের নামের তালিকা জমা পড়ে ত্রাণ শাখায়।
উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেহেদী হাসান টিটু জানান, ‘আমরা নির্ধারিত সময়ের মধ্যে উপকারভোগীদের মাঝে চাউল বিতরণ করতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগণ বরাবর পত্র প্রেরণ করেছি। কিন্তু মঙ্গলবার চাউল বিতরণের নির্ধারিত দিবস থাকা সত্ত্বেও কোনো ইউপি চেয়ারম্যান চাউল বিতরণ করার খবর পায়নি।’
পিআইও আরও জানান, প্রতিটি ইউপি চেয়ারম্যানকে উপকারভোগীদের নামের তালিকা জমা দেওয়ার জন্য বলা হয়েছে। এখন পর্যন্ত ৩টি ইউনিয়নের উপকারভোগীদের নামের তালিকা হাতে পেয়েছি। বাকী ইউনিয়নগুলো থেকে উপকারভোগীদের নামের তালিকা পেলেই চেয়ারম্যানদের নিকট বরাদ্দকৃত চাউল বিতরণ করতে হস্তান্তর করা হবে।’
নির্ধারিত দিবসে দুস্থ্যদের চাউল বিতরণ না করার বিষয়ে পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু বলেন, ‘খাদ্য গুদাম হতে চাউল উত্তোলন করিনি। আগামী দুয়েক দিনের মধ্যে দুস্থ্যদের মাঝে চাউল বিতরণ করা করবো।’
চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামছুজ্জামান সুরুজ মাস্টার বলেন, ‘কাজে ব্যস্ত থাকায় চাউল বিতরণ করতে পারিনি।’
চরগোয়ালিনী ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার বলেন, ‘আমিসহ ইউপি মেম্বারেরা অসুস্থ্য থাকায় এখনও খাদ্য গুদাম হতে চাউল উত্তোলন করতে পারিনি। সেকারণেই চাউল বিতরণ করা হয়নি।’
চাউল বিতরণের নির্দেশিকায় উল্লেখ রয়েছে, ভিজিএফ চাউল বরাদ্দের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যকে অবহিতি করতে হবে। বরাদ্দকৃত চাউল স্থানীয় খাদ্য গুদাম হতে উত্তোলন করতে হবে। এছাড়া ‘মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০১২-১৩’ অনুসরণ পূর্বক ইউনিয়ন ও পৌর ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রণয়ন পূর্বক উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে দাখিল করে প্রতি কার্ডধারীর মধ্যে ১০ কেজি হারে চাউল উপজেলা পর্যায়ে একজন কর্মকর্তার উপস্থিততে আগামী ২৮ এপ্রিলের মধ্যে উত্তোলন ও বিতরণ সম্পন্ন করতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান জানান, দরিদ্র ও দুস্থ্যদের মাঝে যথাযথ ভাবে চাউল বিতরণ করতে আমরা বদ্ধপরিকর। চাউল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com