মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া,জামালপুরঃ
জামালপুরের ইসলামপুরে প্রতিবন্ধী ধর্ষণের অভিযোগে একজন আটক করেলে ইসলামপুর থানা পুলিশ।
অভিযোগে জানা যায়, ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ছোট দেলিপাড় পূর্ববামনা গ্রামের আজির উদ্দিন মন্ডলের বাক ও শ্রাবণ প্রতিবন্ধী মেয়ে(৩৬)গত ১৩অক্টোরব সন্ধ্যায় একই এলাকার মৃত খালেকের ছেলে আবুল শেখ(৬০)তার মুদির দোকানে পান ক্রয় করতে গেলে। আবুল শেখ(৬০) বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করে। এঘটনায় গত ১৮অক্টোবর ভোক্তভোগী ধর্ষিতার মা নাজমা বেগম বাদী হয়ে ইসলামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অভিযোগ দায়ের করে।
অভিযোগ পেয়ে ইসলামপুর থানা পুলিশ বুধবার রাতেই অভিযান চালিয়ে ধর্ষক আবুল শেখ(৬০)কে তার নিজ বাড়ি মুদির দোকন থেকে আটক করে।এব্যাপারে ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সুমন তালুকদার জানান, বাদীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত আসামী আবুল শেখকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।