শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
২৪ শে সেপ্টেম্বর একাডেমি অফ ফাইন আর্টসের গ্যালারিতে এই একক প্রদর্শনী শুভ সূচনা হয়। বিকেল পাঁচটায় অতিথিদের হাত ধরে, এই প্রদর্শনী চলবে ২৪শে সেপ্টেম্বর থেকে ত্রিশ এ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর বারোটা থেকে রাত্রি আটটা পর্যন্ত শিল্পপ্রেমী ও দর্শকদের জন্য খোলা থাকবে।যিনি বহু পুরস্কারে পুরস্কৃত ও সম্মানিত, এবং বিভিন্ন দেশে ও বিদেশে একের পর এক প্রদর্শনী করে চলেছেন এবং মানুষের মন জয় করে চলেছেন, সেই স্বপ্নেশ চৌধুরীর প্রতিটি চিত্র দর্শকদের ও শিল্পীদের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং চিত্রগুলি একটি আলাদা মাত্রা এনে,স্বপ্নেশ চৌধুরী চাকরি জীবনে যেখানে যেখানে গিয়েছেন, সেখানে প্রকৃতির দৃশ্য এবং পশু পাখির দৃশ্যকে তুলে ধরার চেষ্টা করেছেন চিত্রের মধ্য দিয়ে, তার তুলির টান কখনো থেমে থাকে নি, চাকরি জীবনে আন্দামানে থেকেও তিনি বহু ছবি তৈরি করেছেন সেখানকার চিত্র ও পশু পাখিদের নিয়ে, এবং সেই সকল চিত্র ইংল্যান্ড, আমেরিকা অস্ট্রেলিয়া, প্রভৃতি দেশে প্রদর্শনীর মাধ্যমে সবার সামনে তুলে ধরেছেন। বউ ছবি বিদেশে পাড়ি দিয়েছে,। সম্পূর্ণ আলাদা আঙ্গিকে তৈরি ছবিগুলি, যা সচরাচর বোঝার উপায় নাই, কিন্তু প্রতিটি চিত্রের মধ্যে অনেক কিছু বোঝানোর রয়েছে ও বুঝার রয়েছে, স্বপ্নেশ বাবু যখনই সময় পেয়েছেন, এবং যে দৃশ্যটি তিনি বসে অনুভব করেছেন, সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন, এবং যিনি এত বয়সও হাল ছাড়েননি এখনো চেষ্টা করে চলেন কিভাবে আরও একটি নতুন শিল্পকে তুলে ধরা যায়। এবং তাহার রূপ দেয়া যায়, প্রদর্শনীতে প্রায় ৭০ থেকে ৭৫টি ছবি প্রদর্শীত হয়েছে এবং বহু ছবি গচ্ছিত করে রাখা, স্বপ্নেশ বাবু সংবাদ মাধ্যম প্রশ্ন করলে এই ধরনের চিত্ত উপর তিনি পরিষ্কার বলেন আমি কোনদিন ভেবেচিন্তে ছবি করি না বা আগে থেকে কোন চিন্তা ভাবনা করি না, ,আমি যখন যেখানে যাই এবং সেখানকার দৃশ্য দেখি, আমি তখনই ভেবে ঠিক করি, আজ কি করব, চিত্রের কিরূপ দেব, তাই তিনি চাকরি জীবনে সময় পেলে ই বেরিয়ে পড়তেন কিছু দৃশ্য অনুভব করা আর তার থেকেই তার তুলির টান, তাহার হাত কোনদিন থেমে থাকে নি, তিনি আরো বলেন আমি যখন ছবি করতে বসি তখন কোন টাইম ভেবে করি না, মন যতক্ষণ চায় আমি আঁকতে থাকি। আর আমার ছবিগুলির মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখবেন, কোথারও না কোথারও দৃশ্য রয়েছে ওই পটভূমির মধ্যে। এবং যারাই আমার চিত্র দেখতে আসে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে।