রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

News Headline :
রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগের সাবেক সভাপতিসহ গ্রেফতার ৯ নওগাঁর ১নং ভাঁরশো ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ১ আসামি গ্রেফতার রাজশাহীতে ফের বাস ও সিএনজি চালকের সংঘর্ষ আহত ২ রাজশাহীর পুঠিয়ায় ইটের মাপ কমিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ পাবনায় বালুবাহি ট্রলি চাঁপায় পুলিশ সদস্য নিহত ১জন আহত আটক ২জন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতি’র নতুন কমিটি গঠন রাজশাহীতে ভরা মৌসুমে সারের তীব্র সংকট! আলু বীজ রোপণ করতে পারছেন না চাষিরা! দৈনিক আজকালের খবর পত্রিকা’র সাংবাদিক না ফেরার দেশে চলে গেলেন আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

এস আর এফ টি আই অডিটোরিয়ামে বারানসী জংশন গ্র্যান্ড প্রিমিয়ার এর শুভ সূচনা হলো

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
আজ দুপুর ২:৩০ মিনিটে এস আর এফ টি আই অডিটোরিয়ামে, অর্ণব রিঙ্গো ব্যানার্জীর পরিচালনায় কাহিনী চিত্রগ্রহণে রোম হর্ষক অ্যাডভেঞ্চার ট্রেলার বারানসী জংশন শুভ মুক্তি পেল, গা ছমছমে পোস্টারের পর সামনে এলো রোম হর্ষক ভিডিও,, যা বারাণসির সমস্ত জায়গাকে ঘিরে এই ছবি তৈরি হয়েছে, এবং দর্শকদের মন জয় করেছে, ক্লিকের এটি 27 তম সিরিজ, এই ছবির মধ্যে বারানসি শহরের আলো-আঁধারের ঘেরা টোপ অজানা বিপর্যয়ের আভাস পাওয়া যায়। কিন্তু কি সেই ভয়ানক রহস্যের ইঙ্গিত, কিসের ছায়া মূর্তি পিছু ধাওয়া করে, শেষমেষ কি পরাজিত হবে সত্যের সামনে ঘৃণ্য শক্তিগুলো, এই ছবির মধ্য দিয়ে উঠে এসেছে ইউটিউব ব্লক করা যুবকের অকস্মাৎ নিখোঁজ হওয়া ,মহিলা সাংবাদিকের শনাক্তকরণ কে কেন্দ্র করে, সারা ছবি জুড়ে রয়েছে টানটান উত্তেজনা এবং মাঝে মাঝে বিপর্যয়,,
এই ওয়েব সিরিজ বারানসী জংশন পরিচালনা কাহিনী চিত্রগ্রহণে অর্ণব রিঙ্গো ব্যানার্জী,প্রযোজক ঐন্দ্রিলা ব্যানার্জী ও রিং আ বেল ফিল্মস..সাউন্ড ডিজাইন তীর্থঙ্কর মজুমদার গণমাধ্যম ও প্রচার রানা বসু ঠাকুর অভিনয় করেছেন , অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজীত সরকার, ঋদ্ধীষ চৌধুরী, কোরক সামন্ত, অভিজিৎ সেনগুপ্ত, অরুণ জায়গীরদার। মোহাম্মদ করিম, অগ্নিভ ব্যানার্জি প্রমুখ….. সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে অর্ণব রিংগো ব্যানার্জী, বলেন ক্লিকের সাথে এটি আমার প্রথম পথ চলা, অ্যাডভেঞ্চারটি আসলে রোলার কোস্টার অ্যাডভেঞ্চার এর চেয়ে কম কিছু নয়। বারানসী জংশন আমার জন্য জীবনের সেরা অভিজ্ঞতা।,, এবং যেভাবে ক্লিক পরিবার আমাদের সাথে সহযোগিতা করেছেন, নতুন নতুন ছেলে মেয়েদের তুলে ধরার চেষ্টা করেছেন, সত্যিই আমরা কৃতজ্ঞ। তবে যদি ক্লিক সুযোগ দেয়, নিশ্চয়ই আবার একবার ছবি করার চেষ্টা করব, ক্লিক আরো এগিয়ে চলুক এই কামনা করি এবং দর্শকদের জানাই আপনারা দেখুন না দেখলে হয়তো মিস করবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com