শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
আজ দুপুর ২:৩০ মিনিটে এস আর এফ টি আই অডিটোরিয়ামে, অর্ণব রিঙ্গো ব্যানার্জীর পরিচালনায় কাহিনী চিত্রগ্রহণে রোম হর্ষক অ্যাডভেঞ্চার ট্রেলার বারানসী জংশন শুভ মুক্তি পেল, গা ছমছমে পোস্টারের পর সামনে এলো রোম হর্ষক ভিডিও,, যা বারাণসির সমস্ত জায়গাকে ঘিরে এই ছবি তৈরি হয়েছে, এবং দর্শকদের মন জয় করেছে, ক্লিকের এটি 27 তম সিরিজ, এই ছবির মধ্যে বারানসি শহরের আলো-আঁধারের ঘেরা টোপ অজানা বিপর্যয়ের আভাস পাওয়া যায়। কিন্তু কি সেই ভয়ানক রহস্যের ইঙ্গিত, কিসের ছায়া মূর্তি পিছু ধাওয়া করে, শেষমেষ কি পরাজিত হবে সত্যের সামনে ঘৃণ্য শক্তিগুলো, এই ছবির মধ্য দিয়ে উঠে এসেছে ইউটিউব ব্লক করা যুবকের অকস্মাৎ নিখোঁজ হওয়া ,মহিলা সাংবাদিকের শনাক্তকরণ কে কেন্দ্র করে, সারা ছবি জুড়ে রয়েছে টানটান উত্তেজনা এবং মাঝে মাঝে বিপর্যয়,,