শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
৮ই মার্চ বুধবার, আন্তর্জাতিক নারী দিবস পালন করলেন বিক্ষোভের মধ্য দিয়ে, মাতঙ্গিনী হাজরার পাদদেশে ডাব্লু বি সি এস এস সি বঞ্চিত গ্রুপ সি ও ডি ওয়েটিং চাকরি প্রার্থীরা , আজ তাদের মঞ্চের ২০০ তম দিন, বহূ ঝড় ঝাপটা যন্ত্রণার মধ্য দিয়ে আজও তারা পথে বসে চাকরি পাওয়ার আশায়, তাদের একটাই দাবী লক্ষ্মীর ভান্ডার নয়, আমাদের চাকরি চাই। , আজও দিদি আমাদের তিমিরেই রেখেছেন, কোনভাবেই আমরা বিচার পাচ্ছি না কোট উদ্যোগ নিলেও দীর্ঘকালীন সময় ধরে তাদের প্রক্রিয়া চলছে, আর চোর ধরা দাবী, দিদি মুখ্যমন্ত্রী হলেও একজন নারী, তিনি নারীদের কথা ভাবেন তবে কেন আমরা নারীরা বঞ্চিত চাকরি থেকে, তিনি নারীদের জীবনের এগিয়ে চলার বিভিন্ন বাধা দূর করার জন্য কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার গড়ে তুলেছেন এটা নিঃসন্দেহে ভালো দিক ,কিন্তু যে উচ্চ শিক্ষিত নারীরা দীর্ঘদিন কষ্ট করে পড়াশোনা করলো, বিভিন্ন পরীক্ষাতে নিজের যোগ্যতা প্রমাণ করলো, তারা আজ কেন বঞ্চিত , তাদের চাকরিটা বিক্রি করে সেই যোগ্য মেধা সম্পন্ন নারীকে বঞ্চিত করা হলো, এই ঘটনার জন্যই আমাদের সমাজে আমাদের ক্ষমতায়ন হয়নি। আমরা চরম বঞ্চিত, , উনি মাঝে মাঝেই বলেন, বাংলা তার মেয়েকে চাই কিন্তু এর পাশাপাশি আমরাও বলতে চাই। বাংলা তার মেয়েদের সার্ভিস চাই।, যোগ্য মেধার জন্য যোগ্য সম্মান চাই। তাই আমরা আবারো বলছি, শুধু লক্ষীর ভান্ডার নয়, এর পাশাপাশি বাংলার উচ্চ শিক্ষিত যোগ্য মেধাবী মেয়েদের তার প্রাপ্য চুরি যাওয়া চাকরি ফিরিয়ে দেওয়া হোক।, এটা হলেই নারীর প্রকৃত ক্ষমতায়ন ঘটবে, প্রকৃত নারী দিবসের গুরুত্ব বোঝাই থাকবে, এবং সেই সকল নারীদের বাবা-মা উপকৃত হবেন, যারা দিনরাত কষ্ট করে তার ছেলেমেয়েদের পড়াশোনা করিয়ে উচ্চশিক্ষিত করেছেন, আজ এই নারী দিবস থেকেই আমাদের প্রতিবাদ ,আর নয় লক্ষী ভান্ডার, একমাত্র পথ হবে আমাদের চাকরী আমাদের ভবিষ্যৎ গড়া।